বাসে ঝুলছিলাম, পাশে সমবয়সী একটা মেয়ে। মেয়েটার ঘাড়ের কাছে জামার নিচ থেকে একটা কালো ফিতা বের হয়ে ছিল।
দেখলাম একটা মধ্যবয়স্ক ভদ্রলোক(পড়ুন লুচুলোক) মেয়েটার ঘাড়ের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে।
আমি মেয়েটাকে আস্তে করে জামা ঠিক করতে বলায় মেয়েটা তার জামা সাথে সাথে ঠিক করলো। মেয়েটা যথেষ্ট লজ্জা পেয়েছে, কিন্তু দশজনের কাছে লজ্জা পাওয়ার চেয়ে একজনের কাছে লজ্জা পাওয়া ভাল।
মেয়েটা নামার সময় আমাকে ধন্যবাদ দিতে ভোলেনি।
বাস থেকে নামার সময় সেই মধ্যবয়স্ক লুচু ভদ্রলোকের কানে কানে বললাম, "আপনার বাড়িতে কেও ব্রা পড়ে না?"
বাস থেকে নেমে কিছুদূর গিয়ে দেখি, লোকটা হাঁ করে চেয়ে আছে। আমি পিত্তি জ্বালানো একটা হাসি দিয়ে চলে আসলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


