আত্মকথন
বুকের ভেতরটা ঠান্ডা তোমার,
উষ্ণ সংকট আসেনি জেনে
কিংবা সংকট নিজে সংকোচে
ভিজে শক্ত পোক্ত করেছে তোমায়
নিজের সাথে নিজের কথন
অন্তশেষ অন্তত অনন্ত নিবেশ
পাথর বুকে আবেগ ডাকে
তবু মেঘের পরে বৃষ্টি হাসে
আত্মকথনে যুক্তি যত
নানা মত যথাযথ
মনে রেখো মনটা আছে
দিনের শেষে সুদিন কাছে বাকিটুকু পড়ুন

