ধীর হয়ে আসছে হৃদয়ের স্পন্দন। অনুভূতিগুলো অনুভব করবার শক্তিও ফুরিয়ে আসছে। ফ্যাল ফ্যাল করে অসহায়ের মতো চেয়ে থাকা ছাড়া আর কিছুই যে করবার নেই। চোখের দিকে চেয়ে দেখো, কিছু কি বুঝা যায়?আমি তোমাদের বলতে চাইছি, বুঝে নাও। কতো ভালোবাসি তোমাদের। আমার হাতটা ধরো। শেষবারের মতো একটু ছুঁয়ে দাও আমায়। হয়তো আর কিছুক্ষণ , এরপর আমার দৃষ্টিও আমার সাথ ছেড়ে দেবে।
আমি তোমাদের দেখতে পাচ্ছিনা কেন? এত অন্ধকার কেন? কথা বলো তোমরা আমার সাথে। শুনতে পাচ্ছো ? তোমরা আমাকে কেউ উত্তর দিচ্ছোনা। আমি কি তোমাদের ছেড়ে চলে গেছি? তাহলে আমি কি চলে এসেছি সেইখানে যেখানে আমার মা চলে এসেছে অনেক আগে।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



