ঘর

লিখেছেন অভ্র_আবির, ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ৩:১৮


ছবি : গুগল

আমার একটা ঘর ছিলো -
একটা মা, একটা বাবা আর ভাই ছিলো।

আমার একটা ঘর ছিলো -
সেই ঘরে জাকজমক ছিলো,
মায়ের একটা সাজানো সংসার ছিলো।

ঠিক বছর দশেক আগে আমার একটা ঘর ছিলো -
সন্ধ্যার পর পড়তে বসার তাড়া ছিলো,
বাবার ফেরার অপেক্ষা ছিলো ।

আমার একটা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪২ বার পঠিত     like!