ছেলেটার বাবা ছিল আর্মি, তাই তার জন্ম কুমিল্লা সামরিক হাসপাতালে হয়েছিল। তখনও তার নাম ঠিক হয়নি। কিন্তু ছেলেটা দেখতে অসম্ভব সুন্দর ছিল। তাই তখনকার ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নাম অনুযায়ী হাসপাতালের নার্সরা তাকে সাদ্দাম নামেই ডাকতে শুরু করলো। সদ্য জন্ম নেয়া ছেলেটা জন্মের পরপরই সাদ্দাম নামে পুরো হাসপাতালে পরিচিতি লাভ করে নিল। এর কিছুদিন পরেই ছেলেটার বাবা-মা তার জন্য একটা ভাল নাম রাখলো।
.
এইতো সেদিনের ছোট্ট সাদ্দাম বড় হয়ে গেল। এবং আগের থেকে অনেক কালোও হয়ে গেল। =D
.
সাদ্দামের বাবা তাদের পুরো পরিবারের ভবিষ্যত চিন্তা করে কুমিল্লা সেনানিবাসের পাশেই একটা সুন্দর ও নিরাপদ জায়গায় বসবাস শুরু করলো। আর ছোট্ট সাদ্দামকে এই এলাকায় এখন আর কেউ সাদ্দাম নামে চিনেনা। এখানের পরিবেশে সে মিশে যাচ্ছে এবং দ্রুত বড় হচ্ছে। তাই এখানকার কেউ কেউ তাকে আদর করে ডাব্লিউ নামে ডাকা শুরু করলো। আবার কেউবা আরও কুরুচি সম্পন্ন শব্দ ব্যবহার করতো, যদিও এখন আর কেউ সেসব বলে না।

এই ডাব্লিউ ছেলেটা যখন দেশের বাড়ি চাঁদপুরে বেড়াতে যেত, তখন তার নানী আদর করে তাকে বুল্লু নামে ডাকতো। এভাবেই সে কিছু হাস্যকর নামের সাথে জড়িয়ে গেল।

.
সর্বশেষে এসে ২০০৯ সালের দিকে বুল্লু এখন ভার্চুয়াল জগতে পা রাখতে শুরু করলো। এখানে তার আবার একটা ভাল ভার্চুয়াল বান্ধবীও জুটে গেল। সেই বান্ধবী আবার তাকে আদর করে সযত্নে bbl নামে ডাকতে শুরু করলো। এবং মেয়েটার কাছে সে এখনো বিবিএল নামেই পরিচিত।


.
ছেলেটার এতোগুলা নাম বলে ফেললাম, অথচ এখনো তার সাথে আপনাদের পরিচয়ই করিয়ে দিলাম না। এতো এতো নামে পরিচিত সেই ছেলেটি আর কেউ নয়। সে আপনাদের হাসির বাক্স A J Khan Bablu

সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৯