
ড.ইউনুস ব্যবসায়ী হিসেবে সফল। এক নামে তাকে পুরো বিশ্ব চেনে। ব্যক্তি হিসেবেও তিনি সজ্জন ও গ্রহণযোগ্য(সেক্যুলার অর্থে)। কিন্তু রাষ্ট্রপ্রধান হিসেবে তার সেরকম কোন ক্যালিবার নাই, কুশলতাও নাই। গড়পড়তা। এটা খুবই সহজবোধ্য একটা ব্যাপার। ব্যবসা আর রাষ্ট্র দুটো সম্পূর্ণই দুটো দুই জিনিস। একটা জিনিসে ভালো করলে অন্যটাতে ভালো করবেন এমন কোন কথা নেই।
এই বাস্তবতা মেজার করেই ইউনুসকে একজন নাগরিক হিসেবে নিজের সমর্থনটুকু সমর্পণ করেছিলাম। এবং সেটা কনশাসলি। আর ইউনুস কতোখানি সফল হতে পারবেন তারও একটা পৃএজাম্পশন দিয়ে রেখেছিলাম। ড ইউনুস ঠিক সেরকমই দেখিয়েছেন।
একটা ছোট্ট একজাম্পল দিই, ইউনুস অনেক চেষ্টা করেছেন বৈদেশিক অনুদান আনার। অনেক ঢাকঢোল পেটানো হলো। অনেকে বাহবা দিলেন। কিন্তু তেমন কিছুই এলো না।
ইউনুসের এতো ব্যর্থতা সত্ত্বেও কিন্তু ড ইউনুসের ব্যর্থতার পিছে লাগিনি, লেগেছি ইউনুসসেক্সুয়ালদের পিছে। কারণ এরা এনভার্নমেন্টটাকে নষ্ট করছে।
এরা ইউনুসকে আসমানে তুলছে এই বলে, রোহিঙ্গা ফেরত পাঠাইলো রে, সেকেন্ড নোবেল আইলোরে, পাঁচ বছর চাইরে। একবারে যা তা পরিবেশ নাজিল করছে, কেউ এইসব বাড়াবাড়ির বিরোধিতা করলেই ব্যস! দলবেধে তার পিন্ডি চটকে দাও।
কোন এক মাহফিলে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতন চিল্লি মেরে ঘোষণা করছে, "ইউনুসের জীবদ্দশায় ইলেকশন দিও না!"
এখব সিনারিও বদলে গেছে, এখন এরাই ইউনুসের পিন্ডি চটকানো শুরু করছে।
নিতান্ত গাড়ল না হলে খুব সাধারণ একটা সমীকরণ বোঝার কথা। ড ইউনুসের যোগ্যতার আলাপের বাইরেও, ইউনুস কোন জাদুর প্রদীপ হাতে নিয়ে বঙ্গমূলকে পতিত হন নাই যে, উনি ঘষা দিলে পরদিন সকালবেলা বাংলাদেশ উন্নত হয়ে ন্যুইয়র্ক হয়ে যাবে। তারেক সাহেবের জন্যও একই কথা। উনিও রাতারাতি কোন পরিবর্তন এনে দিতে পারবেন।
একজন সত্যিকারের একনোলেজড সিটিজেনের দায়িত্ব সরকারকে চেক এন্ড ব্যালেন্সের মধ্যে রাখা। সরকারের যতটুকু প্রশংসা আর যতটুকু নিন্দা ততটুকুই বজায় রাখা। এইটে ইউনুসের জন্য যেমন প্রযোজ্য তেমনি পরবর্তী গভার্নমেন্ট এর জন্য প্রযোজ্য।
কিন্তু ইউনুসসেক্সুয়ালদের নানা সময়ে ইউনুসরে নিয়ে নানা ফেটিশিজম তৈরি হইছে, তারে আসমানে তুলছেন অযাচিত প্রশংসা করে, সে যা না তারেও তা বানাইছে, এখন এই প্রত্যাশার ফেকমূর্তি হাসিল হচ্ছে না দেখে, তারে মুখ দিয়ে জুতাপেটা শুরু করছে। মজার ব্যাপার হচ্ছে এমন ভক্তকূল খোদ আওয়ামী লীগের সুরেই আলাপ করা শুরু করছে।
মোটাদাগে এই হইলো এদের চিন্তা, ফোরসাইট, উইজডম আর মনন। আরো আয়রনি হচ্ছে, এই লেভেল নিয়েই এরা অন্যদের মাপতে বসে যারা এদের চেয়ে ঢের সেন্সিবল আর ফোরসাইট ক্যারি করে।
ড ইউনুসের অনেক ব্যর্থতা আছে। কিন্তু ইউনুস দেশের আর্থিক শৃঙ্খলায় রাশ টেনে ধরেছেন, এই অসাধ্যটা সাধন করেছেন সালেহউদ্দিন আহমেদ আর মানসুর এইচ রাহমানকে দিয়ে। এরকম আরো বেশ কিছু ফিল্ডে উনি তার চমক দেখিয়েছেন। অন্তত নরকে পড়তে যাওয়া দেশটার পতন কিছুটা হলেও ঠেকিয়ে দিয়েছেন। ওই মুহুর্তে ইউনুসের চেয়ে ভালো কোন অপশন আমাদের ছিল না।
ড ইউনুসের বড় গুণ উনি চোর না। তার বিরুদ্ধে আপনি কর মওকুফের দায় আনতে পারেন, কিন্তু রাষ্ট্রের অর্থ চুরির দায় উনার নেই।
ড ইউনুসের এইসব দুর্বলতা মেনে নিয়েই তার পাশে ছিলাম, আছি, থাকবো যদি না উনার কমিটমেন্টের নড়চড় না হয়। প্রথম দিন থেকেই। ভুল করলে সমালোচনা, ঠিক করলে হাততালি। কিন্তু কোনদিন অন্তত নপুংসক বলে গাল দেব না।
ড ইউনুস যদি তার কমিটমেন্টে স্থির থাকেন আর অন্তত ৫০ ভাগও সফল হয় তারে টুপিখোলা অভিবাদন জানানো হবে।
সংগৃহীত পোস্ট, আপনাদের মতামতের আশায় রইলাম।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


