ছড়াবিতা

লিখেছেন ইউনুসের আশ্চর্য মশারী, ১৪ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৩

আমি দেখেছি তুমি কাঁদছ যখন ধুলি মেখে ফুটপাতে

আমি দিয়েছি ফেলে দুধেরবাটি, ঝিনুক অবহেলে।

তুমি টলমল পায়ে শিখেছ হাঁটা বড় রাস্তার মোড়ে

বড়রা তখন আমায় কোলে নিয়েছে যতন করে।

তুমি দামাল,তুমি কৃষ্ণ,জীবন ভরা প্রান

আমার পিঠে জ্ঞানের বোঝা,নিষেধ কারাগার।

তুমি যখন কাকের সাথে খুঁটে খাও পাউরুটি ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫ বার পঠিত     like!