ক্লিক করুন
যাই হোক বিদেশি বেনিয়ারা আর কিছু ভাল না করুক দারুন কিছু অ্যাড তৈরি করে যা দেখে মন টা কিছুক্ষণের জন্য ভাল হয়ে যায়। গ্রামীন ফোন আমাদের অনুভূতি আর ভালবাসাকে কাজে লাগিয়ে অতিতে বহু দারুন অ্যাড তৈরি করেছিল।
কিছুদিন যাবত রবি তার পুরনো থিম সং নতুন আদলে পরিবেশন করছে। জানি না কে বা কারা তৈরি করেছে এত খোঁজ রাখিনি। কিন্তু নারী নির্ভর এবং দুর্বল করিওগ্রাফি সম্পন্ন এই ভিডিও তে আসলে কি করে রবি তাদের লক্ষ্য ও উদ্দেশ্য বুঝাতে চাইল আজ বুযলাম না।
ক্লিক করুন
পাঠকগন আপনারাই বলেন????
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১১ দুপুর ২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



