আর কয়েক ঘণ্টা পর নির্বাচন। নির্বাচনের আগে আগে সম্ভাব্য ফলাফল অনুমান করে বন্ধুদের সঙ্গে বাজি ধরাটা পুরনো অভ্যাস!
এবার বন্ধুরা বাজি ধরার উৎসাহ পাচ্ছে না! কারণ কী কে জানে! বাজি ধরা হোক আর না হোক, সহব্লগারদের সামনে নিজের প্রেডিকশন তো হাজির করা যায়! চাইলে আপনারাও আপনাদের প্রেডিকশন এখানে রেখে যেতে পারেন, দুদিন পর না হয় সবাই মিলিয়ে দেখবো!
আমার এই প্রেডিকশনের মূল পয়েন্ট হলো- কোনো দল বা জোটই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, এবং এটি হবে একটি ঝুলন্ত সংসদ! এই ধারণা যদি মিলে যায়, তাহলে পরবর্তীকালে ব্যাখ্যা করবো এমনটি মনে হবার কারণ কী! না মিললে তো আর ব্যাখ্যার প্রয়োজনই পড়বে না!
আগামীকালের নির্বাচনে দল-অনুযায়ী আসনসংখ্যা হবে এরকম :
আওয়ামী লীগ : ১২০ থেকে ১২৫
বিএনপি : ১১০ থেকে ১১৫
জাতীয় পার্টি : ২০ থেকে ২২
জামাত : ৮ থেকে ১০
অন্যান্য : ৩০ থেকে ৩৫
* অন্যান্য বলতে বিভিন্ন ছোট দল, যেমন বিকল্প ধারা, এলডিপি, কৃষক শ্রমিক জনতা লীগ, গণফোরাম প্রভৃতি এবং স্বতন্ত্র প্রার্থীদেরকে বোঝানো হচ্ছে। সরকার গঠনে এরাই হবে ডিটারমিনিং ফ্যাক্টর।
** আওয়ামী লীগ এবং জাতীয় মিলেও ১৫১টি আসন পাবে না।
*** জাতীয় পার্টি যদি নির্বাচনের পর ডিগবাজি দিয়ে বিএনপি-জামাত জোটের সঙ্গে যোগও দেয় তবু ১৫১টি আসন পাবে না।
এবার আপনাদের পালা, দেখা যাক কার প্রেডিকশন কতোটা সঠিক!