
দেশকে গালমন্দ করতে পারলে আপনি দেশপ্রেমিক। অথচ দেশের জন্য আপনার অবদান নেই। মুক্তিযুদ্ধ নিয়ে যা তা বলবেন। কেউ কিছু বলবে না। কারণ, এখন রাজাকারের ছানাপোনা বেশি। ক্ষমতাসীনদের অপকর্মের সুযোগে নিজের বীরত্ব জাহির করুন।
বিরাট গণতন্ত্রপ্রেমি আপনি, বাক-স্বাধীনতায় বিশ্বাস করেন অথচ অন্যকে কথা বলার সুযোগ দেন না। সমালোচনা সহ্য করতে পারেন না। অসুবিধা নেই। দিনরাত গণতন্ত্র নেই বলে চিল্লান।
প্রিয় সিনেমার নাম বলবেন বেদেশী । দেশী বললে জাত থাকে না। প্রিয় বইও অন্য ভাষার। মানিক, বিভূতি, তারাশঙ্কর কোন লেখক না কি?
নিজেকে ধার্মিক দাবি করবেন। লেবাস ধরবেন। লোকে বাহবা দেবে। অথচ গোপনে যা খুশি করবেন।
ছবি: গুগল
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


