মূল্যবোধ


কাউকে দুর্বল ভেবে তার সাথেও ছলনা করার থেকে নিজের অবস্থানের দিক তাকিয়ে চেষ্টা করো আরো বেশি কিছু যোগ্যতা অর্জনের। তুমি যখন আরো বেশি যোগ্যবান হবে তখন তিনি আপনাতেই নিচু স্তরে চলে যাবে।

শিল্পীরা সবসময় একই মনের একই দ্ধারার হয়ে থাকে। তাহারা সর্বত্র যাতনা বুজিতে পারে। কেউ প্রকাশ হয় কোটি জনতার মধ্যে। আবার কেউ নদীর তীরে একা শিল্পীর আবর্তনে নিজের ভাবকে ফুটিয়ে তোলে। তফাত হচ্ছে কেহো অনেক মানুষের অন্তরে অভ্যন্তরে প্রবেশ করতে সক্ষম। আর কেহ নিজেই নিজের অনুপ্রেরণা।



