সত্যের পথ শুরু খিলগাও রেলক্রস থেকে আর শেষ কাকলী মোরে। গন্তব্যে পৌছাতে আপনাকে আরোহন করতে হবে বাংলার বাহন, ঢাকার ঐতীহ্য এবং প্রতারকদের নতুন আশ্রয় রিক্সায়।আতিক্রম করতে হবে ১ কিলো পৌছলেন মালিবাগ রেলক্রস।আপানার স্ময় লাগবে ৩মিনিট এবং আপনাকে ব্যয় করতে হবে ১৫টাকা বা তারো বেশি।
এবার চলুন বিরম্বনার আরেক নাম দিবানিশির সাথে পরিচয় করিয়েদেই আপনাদের। এখন মালিবাগ রেলক্রস সংলগ্ন বাস স্ট্যান্ডে তথাকথিত লাইনে দীর্ঘক্ষন অপেক্ষার পালা। তবে হা টিকেট সংগ্রহ করতে ভুলবেন নাহ।আগেই বলে রাখি টিকিট মুল্য ১৪+১ কিংবা ১৪+২ উল্লেখ্য টিকাটের দাম ১৪ টাকা ব্যাতিত যোগ হওয়া ১ কিংবা ২ টাকা ভাংতি না থাকার কারনে প্রতি দিনই গুন্তে হতে পারে আপ্নাকে।সে যাই হোক ৪৫মিনিট অপেক্ষার পর সকল জল্পনা কল্পনার আবসান ঘটিয়ে সপ্নের গাড়িতে উঠার পালা। সকালে হ্যাবি নাস্তা করে বের হলে আপ্নিও গায়ের জোরে লাইন ডিংগীয়ে পেতে পারেন আপানার কাংখিত আসন।
রাতের ঘুমানো হয়নি? কোন ভাবনা নেই।কারন ২ ঘন্টা বাসেই ঘুমিয়ে নিতা পারেন আপনি নিরবিঘ্নে।চোখ খুলতেই পৌছে জাবেন কাকলী মোর।কেম্ন লাগল সত্যের পথ।
ছোট বেলা থেকে আমি আবার অংকে ভালো চলুন একটা মজার অংক দেখি,
উপরের গল্প থেকে আমরা জানি এবং মানি,
প্রশ্ন ১।একজন রিক্সাওয়ালা ৩ মিনিট পরিশ্রম করে আয় করে ১৫টাকা যদি উনি ঘন্টায় 15 মিনিট পরিশ্রম করেন এবং মহাজ়নের জ়মা ও খাওয়া বাবত ২০০ টাকা খরচ করে দৈনিক ৮ ঘন্টা রিক্সাচালান।তাহলে তার দৈনিক আয় কত?
মহাজ়নের জ়মা ও খাওয়া বাবত খরচ ব্যতিত তার দৈনিক আয়={(১৫/৩)*১৫}*৮=৬০০
মহাজ়নের জ়মা ও খাওয়া বাবত খরচ করার পর তার দৈনিক আয়=৬০০-২০০=৪০০টাকা
উঃ ৪০০ টাকা
প্রশ্ন ২।একজ়ন বাস টিকিট বিক্রেতার মাসিক বেতন ৩৫০০ টাকা।যদি কম্পানি তার দুপুর ও সকালের খাওয়ার ব্যবস্থা করে এবং টিকিট বিক্রেতা ৩৫০জন যাত্রির কাছ থিকে ভাংতি নাই বলে গড়ে ১ টাকা বেশী নেয়।তাহলে তার দৈনিক আয় কত?
দৈনিক হিসাবে বেতন পান=৩৫০০/৩০=১১৬টাকা
উপরি ও দৈনিক হিসাবে বেতন বাবত তার দৈনিক আয়=(৩৫০*১)+১১৬= ৪৬৬টাকা
উঃ ৪৬৬টাকা
আমার প্রশ্ন। একজন ছাত্র ১৪ বছর স্কুল ও কলেজে আধ্যায়নের পর বাবার ইচ্ছায় BUET এ ভর্তি হতে না পেরে একটি প্রাইভেট ইউনিভারসিটিতে ভর্তি হলেন। টেলিকম ইঞ্জিনিয়ারিং এর ৪ বছর মেয়াদ আতিক্রম করার পর সে কি চাকরি পাবে? তার দৈনিক আয় ক্ত হবে?
উত্ত্র এর খোজে বড় ভাইদের জবাব পাই মামা থাকলে চাকরি পাইবা। আর না থাকলে বছর খানি ঘুরবা তার পর কিছু একটা চাকরি ১০০০০-১২০০০ টাকা পাইবা ভাগ্য ভালো হলে।
উপরুক্ত তথ্য মতে ১৯ বছর আধ্যয়নের পর তার দৈনিক আয়=১১০০০/৩০=৩৬৬টাকা
উত্তরঃ ৩৬৬টাকা
এখন বলেন কি লাভ এই পড়ালিখার?কামের কাম একটাই হইছে আমার বাপ কইতে পারব তার পোলা ইঞ্জিনিয়ার আমিও নামের আগে লিখলাম ক্ষতি কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



