আমাদের নিজস্য আবেদন কে আমরা বহু আগেই নষ্ট করে ফেলেছি। এর আপাদ মস্তক দোষ যে কেবল আমাদের তা কিন্তু নয়। বহু কাল আন্যের দারা শোষিত হয়ে আমাদের উত্তরসূরিরা কেবল পেটের তাড়নায় যুদ্ধ করে গেছেন। তারপর ধর্মের দোহাই দিয়েও এক শ্রেনির মানুষ কলুষিত করে আমাদের অগ্রযাত্রাকে। স্বাধীনতার স্বাদ পেতেই আমাদের অনেক সময় লেগে গেছে তাই হয় তবা নিজেদের শিল্প , সাহিত্য কিনবা নাট্য চিন্তা বিশ্ব বাসীর মাঝে স্পষ্ট করতে পারিনি আমরা।
আমি শাসন কিংবা শোষন করতে চাই না
কেবল আমার নিরবতা কে-দুর্বলতা ভেবে
আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত কর না।।
একদিন আমিও জলে উঠব
একদিন আমার তাপে তোমরা উষ্ম হবে
আমার জন্যই গরম কাপড়ের আনুভব হবেনা প্রখর শীতে।।
একদিন আমার কোন গুরুত্যহীন কথা
তোমাদের প্রশ্নবিধ্য করবে
ভাবিয়ে তুলবে ব্রখট কিংবা স্তানিসাভ্লাস্কির তত্বের মতই।।
একটি অনুরধ নভোজাত শিশু ভেবে
আমাকে করুনা বা আবোগ্যা করনা
৪০ বছরের জীবনে মস্তিস্ক আমার যথেষ্ঠ পরিপক্য।।
বুড় ষাড়ের মত আমার এই স্থুল দেহে
চোর্বি জমে মোটা হয়েছে ঠিক
তবুও তোমাদের কটূ কথায় আমি ভয়ংকর স্পর্শকাতর।।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১০ রাত ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



