somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনা আক্রান্ত বা মৃত্যুতে সরকারী টাকা নয়-ছয়ের সম্ভাবনা তৈরী

০৮ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এবার করোনা বুঝিয়ে দিয়েছে, চাকুরি করলে সরকারি আর ব্যবসা করলে ঔষধ কিংবা তরকারি। কথাটা কতটা বাস্তব এবং সত্যি তা লেখাটা পড়লেই হাড়ে হাড়ে টের পাবেন। করোনায় সাধারণ মানুষ মরে শেষ! কিন্তু যদি সরকারি চাকুরিজীবী হন তবে সোনায় সোহাগা! আক্রান্ত হলেও লাভ, মৃত্যু হলেও লাভ। মৃত্যু হলে শুধু নিজে খেতে পারবে না এটাই যা দুঃখের। সরকারি টাকা তসরুপ করতে আমরা বেশ সিদ্ধহস্ত। অধিগ্রহণের সময় দোচালা ঘর যেখানে দোতালা দেখিয়ে লাখ টাকাকে কোটি টাকায় রুপান্তর করা যায়, পাটকাঠি সাইজের গাছের দাম যেখানে চল্লিশ-পঞ্চাশ হাজার টাকা দেখানো যায়, যে দেশে কলার দাম হাজার টাকা, রুটির দাম হাজার টাকা, আপ্যায়নে বিশ কোটি খরচ করা কোন অপরাধ নয় সেখানে এই সুযোগ নিয়ে আক্রান্ত সনদ কিনে সরকারি কোষাগার খালি করা কোন ব্যাপারই না। সরকারের উচিৎ যথাযথ প্রক্রিয়া, পরীক্ষানীরিক্ষা করে, যথাযথ তদন্ত সাপেক্ষে সাধারণ মানুষের টাকাগুলো খরচ করা।

করোনার প্রকোপ শুরু হওয়ার পর দেশে লকডাউন জারির ঘোষণা দেয় প্রশাসন। এ এক অলিখিত কারফিউ জারি। শুধু কারফিউ বলা মনে হয় ঠিক হবে না। কারফিউ মানেতো সান্ধ্য আইন যা এমন এক ধরনের আইন যেখানে কোন একটি নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ ধরনের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়। "সান্ধ্য আইন"-এর আক্ষরিক অর্থ সন্ধার সময় বা সন্ধ্যার পরে লোক চলাচলের নিয়ম কানুন। এটির ইংরেজী শব্দ curfew (কারফিউ) যা এসেছে ফরাসি ভাষার শব্দ couvre-feu (কূভর-ফ্যু) হতে, যার অর্থ অগ্নি-নির্বাপণ। মধ্যযুগে ইংরেজি শব্দ ভাণ্ডারে curfeu (কারফ্যু) হিসেবে আত্তীকরণ হয় এবং আধুনিক যুগে সেটির বানান হয় curfew (কারফিউ). উইলিয়াম দি কনকরারের মতে এই শব্দটির প্রকৃত অর্থ হল "কাঠের বাড়ি ঘরে জ্বালানো অগ্নিশিখা এবং আগুনের প্রদীপ থেকে অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য রাত আটটার ঘণ্টা বাজার মধ্যেই সকল অগ্নিশিখা ও আগুনের প্রদীপ নিভিয়ে ফেলার নিয়ম”। কিন্তু করোনা কালে অলিখিত অবরোধ এমন পর্যায়ে পৌছায় যে দিনে কী রাতে কোন সময়ই বাইরে বের হওয়া যাবে না। এই প্রকৃয়াকে লকডাউন নামে অবিহিত করা হয়েছে। লকডাউনের আবিধানিক অর্থ দেখা যায়, তালাবদ্ধ; জরুরি অবস্থায় নেওয়া একটি সুরক্ষা ব্যবস্থা যখন কোনো স্থান বা ভবনে প্রবেশ করতে বা ছেড়ে যেতে বাধা দেওয়া; কাউকে কোনো নির্দিষ্ট স্থানে আটকিয়ে রাখা বা ঢুকতে না দেওয়া। এর সহজ অর্থ হল, প্রয়োজনীয় পরিষেবাগুলি বাদ দিয়ে সবকিছু বন্ধ রাখা। এইসয়ম যখন কোনও প্রয়োজন বা জরুরি অবস্থা থাকে তখন কেবল আপনাকে বাড়ি ছাড়তে দেওয়া হবে।

লকডাউন বলি আর কারফিউ বলি এই পরিস্থিতিতে মানুষের রুটি রুজির অন্যতম আধার সেই ব্যবসা-বাণিজ্য, কাজ-কর্ম সব সিঁকেয় তুলে রেখে হাত-পা গুটিয়ে বাড়িতে বসে থাকা ছাড়া আর কোন কাজ নেই। যারা এতদিন ঔষধ, মুদি দোকান ও তরিতরকারি ছাড়া অন্য ব্যবসা করতেন তাদের সকলের মাথায় হাত পরেছে! সকল ব্যবসা বন্ধ হয়ে গেলেও ঔষধ, তরিতরকারি বা মুদি মালের ব্যবসা বুক ফুলিয়ে করতে পেরেছেন এই সময়ে। এর পর লকডাউন কিছুটা সিথিল করলেও নির্দিষ্ট সময়ের জন্য অন্যান্য ব্যবসায়ীরা তাদের দোকান খুলতে পেরেছে। কিন্তু ঔষধ, মুদি ও তরিতরকারি ব্যবসায়ীরা পূর্ণ সুবিধা ভোগ করেছে। তাই এখন সকলের মুখে মুখে একটি কথাই শোনা যায় ‘চাকুরি করলে সরকারি আর ব্যবসা করলে ঔষধ কিংবা তরকারি।’

এবার আসা যাক চাকুরির বিষয়ে। চাকুরি দুই ধরনের। সরকারি আর বেসরকারি। যারা বেসরকারি চাকুরি করেন তাদেরও এই করোনা পরিস্থিতিতে ছুটি দেয়া হয়েছে। বেসরকারি চাকুরিজীবীরা ছুটি পেলেও অনেকে বেতন পান না, পেলেও কাটছাট করে দেয়া হয়েছে। কিন্তু সরকারি চাকুরি করলে সোনায় সোহাগা। পূর্ণ ছুটি ভোগ করাকালীন বেতন ভাতা সবই পাচ্ছেন। কোন কাটছাট নেই। তাইতো সবাই বলেন ‘চাকুরি করলে সরকারি আর ব্যবসা করলে ঔষধ কিংবা তরকারি।’ শুধু কী তাই? এর বাইরেও আছে নানান প্রনোদনা, উপহার, উপঢৌকন। কোন সরকারি চাকুরিজীবী করোনা কালে ডিউটি করলে টাকা, করোনায় আক্রান্ত হলে টাকা, করোনায় মারা গেলে টাকাই টাকা! দেশের জনগনের টাকা থেকে তাদের দাবীদাওয়া মিটানো হবে। যাদের টাকায় তাদের দাবীদাওয়া মিটানো হবে তারা মারা গেলে কোন কিছু যায় আসে না। জনগন আসলে মানুষের কাতারে পরে কীনা তা গবেষণার দাবী রাখে! জনগন ট্যাক্স দিচ্ছে, ভ্যাট দিচ্ছে। সেই টাকায় দেশের অর্থনীতির চাকা সাই সাই করে ঘুরছে, সরকার নানাবিধ খরচ খরচা করছে। সেই জনগন আক্রান্ত হলে বা উপসর্গ নিয়ে হাসপাতালে হাসপাতালে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত রাস্তায়, নয় এ্যাম্বুলেন্সে, নয় বাড়িতেই মারা যাচ্ছে বিনা চিকিৎসা, বিনা পরীক্ষায়। কোন কোন ক্ষেত্রে মৃত্যুর পর পরীক্ষার ব্যবস্থাও হচ্ছে। দাফন-কাফনের দশদিন পর জানাযাচ্ছে করোনা পজেটিভ। পরীক্ষার রিপোর্ট পেয়ে প্রমান করলো চিকিৎসাটা ওর দরকার ছিলো, চিকিৎসকের পরামর্শ চলাটা জরুরী ছিলো!

করেনা ভাইরাস মোকাবেলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, স্থানীয় প্রশাসনসহ যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী জীবনের ঝুঁকি নিয়ে মাঠপর্যায়ে কাজ করছেন তাদের কেউ আক্রান্ত হলে ক্ষতিপূরণ বাবদ অর্থ দেবে সরকার। আর এসব অর্থ দেয়া হবে গ্রেডভেদে ৫ থেকে ১০ লাখ টাকা। সরকারি কোনো কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে এর পাঁচগুণ আর্থিক সহায়তা পাবেন। এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। পরিপত্রে বলা হয়েছে, নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ এ সংক্রান্ত সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারী দায়িত্ব পালনকালে করোনা ভাইরাসে আক্রান্ত হলে ক্ষতিপূরণ বাবদ সরাসরি আর্থিক সুবিধা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২০১৫ এর বেতনস্কেল অনুযায়ী ১৫-৩০তম গ্রেডের কেউ আক্রান্ত হলে তিনি ক্ষতিপূরণ পাবেন পাঁচ লাখ টাকা, আর মারা গেলে পাবেন ২৫ লাখ টাকা। ১০-১৪তম গ্রেডের কেউ আক্রান্ত হলে পাবেন সাড়ে সাত লাখ টাকা এবং আর মারা গেলে পাবেন সাড়ে ৩৭ লাখ টাকা। এছাড়া প্রথম-নবম গ্রেডের কেউ আক্রান্ত হলে পাবেন ১০ লাখ টাকা এবং মারা গেলে পাবেন ৫০ লাখ টাকা।’ পরিপত্রে আরও বলা হয়, ক্ষতিপূরণের আওতায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যসেবাকর্মী, ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে লকডাউন ও সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে নিয়োজিত মাঠপ্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা এ সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

ক্ষতিপূরণের টাকা পেতে যে পদ্ধতি অনুসরণ করতে হবেঃ করোনা ভাইরাস পজিটিভের ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবাকর্মীসহ মাঠপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী করোনা ভাইরাস পজিটিভের প্রমাণক বা মেডিকেল রিপোর্টসহ স্ব-স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট নির্দিষ্ট ফরমে ক্ষতিপূরণের দাবিনামা পেশ করবেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণের ক্ষেত্রে নির্দিষ্ট ফরমে মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীর স্ত্রী/স্বামী/সন্তান এবং অবিবাহিতদের ক্ষেত্রে বাবা/মা ক্ষতিপূরণের দাবি-সংবলিত আবেদন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট পেশ করবেন। আবেদনকারীর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আবেদনপত্রসমূহ যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে অর্থ বিভাগে প্রস্তাব পাঠাবে। প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কর্মচারীগণ কেবলমাত্র এ ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হবেন। করোনা ভাইরাসে আক্রান্ত এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণের জন্য ক্ষতিপূরণ বাবদ ব্যয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সৃজনকৃত খাতে করোনা (কোভিচ-১৯) সংক্রান্ত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ক্ষতিপূরণ বরাদ্দকৃত অর্থ হতে নির্বাহ করা হবে। অর্থ বিভাগ ক্ষতিপূরণের আবেদনপ্রাপ্তির পর ক্ষতিপূরণের অর্থ প্রদানের সরকারি আদেশ জারি করবে। এ ক্ষতিপূরণ বর্তমান প্রচলিত অন্য যেকোনো প্রজ্ঞাপন/আদেশে বর্ণিত কর্মকালীন মৃত্যুবরণের ক্ষেত্রে প্রযোজ্য আর্থিক সহায়তা বা অনুদানের অতিরিক্ত হিসেবে প্রদেয় হবে। চলতি বছরের ১ এপ্রিল হতে এ পরিপত্রের নির্দেশনা কার্যকর হবে।

সম্প্রতি প্রণোদনার জন্য করোনা রোগী সেজে রেল কর্মচারী ধরাও খেয়েছেন। করোনা ভাইরাসে পজিটিভ প্রমাণ করতে পারলেই সরকারি প্রণোদনার টাকা পাওয়া যাবে এমন লোভে পড়ে করোনা রোগীর সনদ নিয়েছিলেন রেলওয়ে জেনারেল হাসপাতালের কর্মচারী কুতুবে রাব্বানী। মেডিসিন ক্যারিয়ার পদের এই কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন বলে জানান তার অফিসকে। সেই মোতাবেক কাগজপত্রও দাখিল করে ছুটি কাটান। কিন্তু একটি গোয়েন্দা সংস্থা গোপনে খোঁজখবর নিয়ে জানতে পারে কুতুবে রাব্বানী করোনা আক্রান্ত হননি। গোয়েন্দা সংস্থা খোঁজ নিয়ে জানতে পারেন, প্রণোদনার টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে রাব্বানী করোনা পজিটিভের নকল সনদ তৈরি করেন। এতে নিজেই মুগদা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. মৌসুমী সরকারের জাল স্বাক্ষর বসান।

এমন কুতুব আমাদের দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। মিডিয়া কখনো তুলে আনে ভূমির কুতুব, কখনো গাছের কুতুব, কখনো রেলের কুতুব, কখনো স্বাস্থ্যের কুতুব। আমাদের দেশে সরকারি টাকা তসরুপ করা একটা উৎসব। যখন যে বিষয়ে কোন বিশেষ ঘোষণা আসে তখনই একটি চক্র ঝাপিয়ে পড়ে দেশের মুদ্রাভান্ডারের উপর। দেশে যখন ভূমি অধিগ্রহণ করা হয় তখন দেখা গেছে কোথাও দোচালা ছনের বা টিনের ঘরকে দোতলা দেখিয়ে লাখ টাকাকে কোটি টাকায় রুপান্তর করেছে এক শ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাবাদী মানুষ। সরকার কোথাও কোন প্রকল্প করতে চাইলে সেখানকার ভূমির সাথে বৃক্ষাদীরও উপযুক্ত দাম দিয়ে থাকে। প্রকল্পের খবর আগেই ফাঁস করে দেয় এক শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী। রাতের আধারে ধুধু বালুচর বা ফসলী জমিতে গাছ লাগানোর হিরিক পরে যায়। পাট কাঠির মত সাইজের বনজ ও ফলদ বৃক্ষ রোপন করে অসাধু চক্র। এর পর সেই গাছ গণনায় যায় অসাধু অফিসার। পাট কাঠি সাইজের একটা মেহগনি গাছের চারার দাম ধরা হয় অর্ধ লক্ষ টাকা। হোক সেটা মরা বা জীবিত! তাতে তাদের কিছুই যায় আসে না। কমিশনের ভাগবাটোয়ারা হয়ে যায় জরিপের সময়ই। ঠিকমত ভাগ দিলে পাটকাঠি সাইজ বৃক্ষ হয়ে যায় মহীরুহ। এভাবেই চলে আমাদের ভান্ডার লোপাট। এই চক্রের সাথে সরকারি কর্মী, দালাল ও সুবিধাভোগী ব্যক্তি জড়িত থাকে। সবাই লাভবান হয়, ফলে এ নিয়ে টুশব্দও করে না। শুধু ক্ষতিগ্রস্থ হয় আম জনতা। মিডিয়া যদি বিষয়টা তুলে ধরে তবে সর্বোচ্চ তদন্ত কমিটি হয়। সেই তদন্ত কমিটিকেও চুপ করার রাস্তা আছে এবং সেটা বেশ প্রসস্ত। করোনা সার্টিফিকেট প্রতারণার খবর আসছে বেশ জোড়ালো ভাবেই। জেকেজি কেলেঙ্কারির পর রিজেন্ট হাসপাতালের ভূয়া করোনা সনদের খবর যখন চাউর হয়েছে তখন আর বুঝতে বাকি থাকে না দেশে এই সনদ দিয়ে কত টাকা তুলে নেবে প্রতারক চক্র। তাই সরকারের উচিত হবে যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে, সেটা গোপনে ও প্রকাশ্য তদন্তের মাধ্যমে সত্যিকারের ক্ষতিগ্রস্থদের যদি প্রনোদনা দেয়া হয় তবে দেশের ভান্ডার চুরির সম্ভাবনা কমবে। আমি একজন নিয়মিত করদাতা। আমার করের টাকাইতো দেয়া হবে। সেই টাকা যেন জলে না যায় সেদিকে খেয়াল রাখার কথা আমি বলতেই পারি। একই সাথে প্রতারক চক্রের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম ও বিজ্ঞান

লিখেছেন এমএলজি, ২৫ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:২৪

করোনার (COVID) শুরুর দিকে আমি দেশবাসীর কাছে উদাত্ত আহবান জানিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, যা শেয়ার হয়েছিল প্রায় ৩ হাজারবার। জীবন বাঁচাতে মরিয়া পাঠকবৃন্দ আশা করেছিলেন এ পোস্ট শেয়ারে কেউ একজন... ...বাকিটুকু পড়ুন

তালগোল

লিখেছেন বাকপ্রবাস, ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৫


তু‌মি যাও চ‌লে
আ‌মি যাই গ‌লে
চ‌লে যায় ঋতু, শীত গ্রীষ্ম বর্ষা
রাত ফু‌রা‌লেই দি‌নের আ‌লোয় ফর্সা
ঘু‌রেঘু‌রে ফি‌রে‌তো আ‌সে, আ‌সে‌তো ফি‌রে
তু‌মি চ‌লে যাও, তু‌মি চ‌লে যাও, আমা‌কে ঘি‌রে
জড়ায়ে মোহ বাতা‌সে ম‌দির ঘ্রাণ,... ...বাকিটুকু পড়ুন

মা

লিখেছেন মায়াস্পর্শ, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৩


মায়াবী রাতের চাঁদনী আলো
কিছুই যে আর লাগে না ভালো,
হারিয়ে গেছে মনের আলো
আধার ঘেরা এই মনটা কালো,
মা যেদিন তুই চলে গেলি , আমায় রেখে ওই অন্য পারে।

অন্য... ...বাকিটুকু পড়ুন

কপি করা পোস্ট নিজের নামে চালিয়েও অস্বীকার করলো ব্লগার গেছে দাদা।

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৮



একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আগে থেকেই ঘুরে বেড়াচ্ছে। পোস্টটিতে মদ্য পান নিয়ে কবি মির্জা গালিব, কবি আল্লামা ইকবাল, কবি আহমদ ফারাজ, কবি ওয়াসি এবং কবি... ...বাকিটুকু পড়ুন

ভারতকে জানতে হবে কোথায় তার থামতে হবে

লিখেছেন আরেফিন৩৩৬, ২৫ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫


ইন্ডিয়াকে স্বপ্ন দেখানো ব্যাক্তিটি একজন মুসলমান এবং উদার চিন্তার ব্যাক্তি তিনি হলেন এপিজে আবুল কালাম। সেই স্বপ্নের উপর ভর করে দেশটি এত বেপরোয়া হবে কেউ চিন্তা করেনি। উনি দেখিয়েছেন ভারত... ...বাকিটুকু পড়ুন

×