ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো কিছু দিন বাকি। তবে এর তোড়-জোড় শুরু হয়ে গেছে আরো আগেই। সেই বিশ্বকাপের হাওয়া বরাবরের মত এবারও বাংলাদেশে খুব জোরেশোরেই লেগেছে। কেননা, বিশ্বকাপ (ফুটবল) আসলেই আমাদের দেশের সর্বত্র ভিন্ন ভিন্ন দেশের পতাকা লাগানোর হিড়িক পড়ে যায়। বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনার। কেননা এই দুই দলের সাপোর্টার হল ৯৮%। তো এবারও ব্যাতিক্রম নয়। পাড়া-মহল্লায় সর্বত্র পতাকা উড়ানো শুরু হয়ে গেছে। এই পতাকাগুলো দেখে প্রত্যেক বারই আমার মনের ভিতর একটা প্রশ্ন জাগে। আচ্ছা, ল্যাটিন আমেরিকার এই দুটি ফুটবল পরাশক্তি কিংবা ইংল্যান্ড, স্পেন অথবা জার্মানি বাংলাদেশের খেলাধুলা সম্পর্কে ন্যূনতম কোন জ্ঞান রাখে? তারা কি জানে, তাদের ফুটবল প্লেয়ারদেরকে এই দেশের মানুষ কত ভালবাসে? এমনকি তাদের জন্য মারামারি পর্যন্ত করে ! তারা কি জানে, প্রত্যেক বিশ্বকাপের সময় বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে তাদের দেশের জাতীয় পতাকা শোভা পায়? যার পরিমাণ বাংলাদেশের যেকোন বিজয় দিবস এবং স্বাধীনতা দিবস কিংবা অন্যান্য জাতীয় দিবসগুলোর তুলনায় অনেক বেশি ? না, তারা জানে না।
একটি ঘটনা মনে পড়ছে, বেশ কয়েক বছর আগে বাইরের কোন একটি দেশের প্লেয়ারকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি বাংলাদেশ কে চিনেন? সেই দেশের একটি লোক আপনার জন্য আত্নহত্যা করেছে। জবাবে তিনি বলেছিলেন, না বাংলাদেশ নামটি আমি প্রথম শুনলাম । এবং আত্নহত্যার কথা শুনে তিনি খুবই অবাক হয়েছিলেন। হতে পারে এটি নিছকই একটি গল্প অথবা সত্যি। কিন্তু কাহিনীটি যে সত্যি সেটা আমরা সবাই জানি। কেননা, এমন টি আমাদের দেশে প্রচুর ঘটেছে।
এই লেখাটি কারো মনে যদি আঘাত দিয়ে থাকে, সেই ক্ষেত্রে আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। কিন্তু এমনটি কেন হবে? আমিও ব্রাজিলের একজন অন্ধভক্ত। তাই বলে তাদের দেশের জাতীয় পতাকা লাগাতে হবে, এমন কোন কথা আছে। তাছাড়া আমি যতদূর জানি, অন্য দেশের জাতীয় পতাকা লাগানোর একটি নিয়ম আছে। সেটি হল, অন্য দেশের জাতীয় পতাকার সাথে আমাদের নিজস্ব জাতীয় পতাকাটা লাগাতে হবে। কিন্তু এমনটি আমি লাখে একটি দেখেছি। আমরা কেন অন্য দেশের জাতীয় পতাকা লাগাব? কি কারণে? পতাকার মাহাত্মতো আমরা সবাই জানি। একটি পতাকা সেই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। একটি স্বাধীন দেশে আরেকটি স্বাধীন দেশের পতাকা কেন টাঙানো থাকবে ? আর টাঙানো হলে, তার পাশাপাশি আমাদের পতাকা কেন টাঙানো থাকবে না?
একটি জিনিস চিন্তা করুন খুব সহজভাবে। ধরুন, পাকিস্তান কিংবা ইন্ডিয়ার পতাকা কি আমরা এভাবে ঝুলানোর কথা চিন্তা করতে পারি? তাও আবার কোন বড় ধরনের রাষ্ট্রীয় সভা (সার্কের মত) ছাড়া ? পারি না। তাহলে ভারত কিংবা পাকিস্তান যেমন স্বাধীন দেশ, তেমনি ব্রাজিল আর্জেন্টিনা ও তো স্বাধীন দেশ। তাদের পতাকা আমরা কেন টাঙাবো? আর যদি টাঙাবোই তবে প্রতিটি পতাকার পাশাপাশি আমাদের নিজেদের একটি করে পতাকা কেন টাঙাবো না ?
আমার খুব আফসোস হয়, আরেকটি দেশের হাজার হাজার পতাকা যখন আমাদের দেশে পতপত করে উড়তে থাকে, শুধুমাত্র সেই দেশের খেলাকে সাপোর্ট করে? হয়তোবা আমরা এতদিন ব্যাপারটাকে এভাবে ভেবে দেখিনি। কিন্তু ব্যাপারটা তো এমনই। প্লিজ দয়া করে আপনার পরিচিত কিংবা অপরিচিতদেরকে বলুন না যে পতাকা না লাগাতে অথবা লাগালে সাথে বাংলাদেশের একটি পতাকাও যেন লাগায় এবং অবশ্যই একটু উঁচুতে।
আচ্ছা , আপনারা চোখ বুজে একবার কল্পনা করুনতো ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা অন্য কোন দেশে বাংলাদেশের হাজার হাজার পতাকা পতপত করে উড়ছে! সেই দেশের মানুষগুলো দু'টি দলে ভাগ হয়ে মারামারি করছে। সেই দেশেরই কোন মানুষ বাংলাদেশ খারাপ খেলেছে বলে টিভি আছাড় দিয়ে ভেঙে ফেলেছে কিংবা কেউ আত্মহত্যা করেছে? জানি শত চেষ্টা করেও এমন কোন ছবি আপনি দেখতে পারছেন না।
ইস , এমন যদি হত .......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


