somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম, হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়, মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়। আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি।

আমার পরিসংখ্যান

বাগান বিলাস
quote icon
যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

নীরবতা

লিখেছেন বাগান বিলাস, ১৫ ই মে, ২০২২ সকাল ১১:১৮


মানুষ, ফুল, নদী, জোছনা
আকাশ পাখি, প্রেম, ছলনা;
তুমি, আমি, ছন্দ, সুর,
পুষ্প, বৃক্ষ, রোদ, নূপুর
-এসব বস্তাপচা শব্দ
আওড়াতে আওড়াতে
আমার মুখ পচে গেছে।

দ্বিপুটক ঝিনুকের মতো
এখন আমি
একেবারে চুপ থাকি।
তোমার অধরে অধর পুরে
এখন আমি
শুদ্ধ নীরবতার চর্চা করি। বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     like!

ঘোর

লিখেছেন বাগান বিলাস, ২৪ শে মার্চ, ২০২২ রাত ১১:৩১

সাঁতার কাটতে কাটতে আমার ঘুম চলে আসে।
ঢাল বেয়ে চিম্বুক পাহাড়ে উঠতে কিংবা লিফটের
সুইচ টিপে ইউরেকা টাওয়ারে উঠতে উঠতে
আমার চোখ বুঁজে আসে, আমি ঘুমিয়ে পড়ি।
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি।
স্বপ্নের মধ্যে আমি পা ফসকে পড়ে যাই
ঠিকানাহীন এক অভৌগোলিক সাগরে।
সার্ফিং বোর্ডের মতো কাচসবুজ অতলান্তিক ঢেউয়ে
ভাসতে ভাসতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একচিলতে বৈকালিক
রোদের... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     like!

ক্ষুধা

লিখেছেন বাগান বিলাস, ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৩৮

আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম।
মোড়ের দোকানের টিভিতে এ সংবাদ দেখে
রিকশাচালক সুবর্ণ খবর পাঠকের মুখের
দিকে তাকিয়ে থাকে। ঘাড়ে রাখা ছেড়া
গামছায় কপালের ঘাম মুছতে মুছতে ভাবে,
এরপর তিনি নিশ্চয় করিমগঞ্জ বাজারে
মোটা চালের উঠতি দরের কথা বলবেন।
.
কিন্তু কোথায় কী, সংবাদপাঠক এবার
হাসিমুখে বিজ্ঞাপনের ডাক দেন।
.
বিজ্ঞাপনে দেখা যায়-টেবিলে সুগন্ধি... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     like!

শরণার্থী

লিখেছেন বাগান বিলাস, ১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৭

তোমরা পৃথিবীকে ভাগ করেছ রাষ্ট্রে।
এরপর দুই রাষ্ট্রের মাঝে আমাকে
উদ্বাস্তু ঘোষণার জন্য রেখে দিয়েছ
নোম্যান্সল্যান্ড।
.
অথচ আমার জন্মকালে সৌরমণ্ডল
দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছিল,
এই পৃথিবী হবে অভিন্নভাবে
তোমার ও আমার;
অর্থাৎ আমিও তোমারই মতো
এ পৃথিবীর নাগরিক।
.
কিন্তু তোমরা, রাষ্ট্র ব্যবসায়ীরা,
কৃপা করে আমার নাম দিলে শরণার্থী।
ঈশ্বরের কসম, ভূমিষ্ঠ হওয়ার পূর্ব
পর্যন্ত আমি... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     like!

দাস

লিখেছেন বাগান বিলাস, ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫৫


.
প্রাণেরা বেঁচে থাকে
জড় থেকে জড়তে
বিনিসুতার মালায়।
.
আমিও ছিলাম জড়।
আমাকে গেঁথেছে প্রাণ
সময়ের অনুকম্পায়।
.
আমি নিঃসীমে বেঁচে
রই প্রজন্মের দাসত্ব
নিয়ে।
.
বুঝি আমি-
আমি মানে আমি নই,
আমাতেই প্রবাহিত
যুগান্ধ সময়।


ছবিঋণ: গুগল


বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৬০ বার পঠিত     like!

উপলব্ধি

লিখেছেন বাগান বিলাস, ০৮ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০৩


বৃষ্টি দেখতে দেখতে আমি ভীষণ ক্লান্ত।
অ্যামাজন রেইন ফরেস্টের মতো মেঘ
দেখলেই আমি ভয়ানক আঁতকে উঠি।

এক সময় আকাশ দেখতে দেখতে আমি
খুব বিরক্ত ছিলাম।
শেষাবধি সালার দে ইয়ুনি লবণ ফ্ল্যাটে
মেঘসমেত শরতের আকাশটাকে জ্যান্ত
কবর দিয়েছি।

একইভাবে আমার হাতে নির্বাসিত হয়েছে
নিরপরাধ পাহাড় ও সমুদ্রের মায়াবী ঢেউ।

তাদের শোকোচ্ছ্বাস দেখতে দেখতে
রিমান্ডের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৯ বার পঠিত     like!

দহন

লিখেছেন বাগান বিলাস, ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৪


যেদিন বৃষ্টির
কবিতা লিখি
সেদিন বৃষ্টি
থাকে না,
থাকে-ভরা রোদ।

যেদিন বৃষ্টি ঝরে
সেদিন আমার কলম
চলে না।
জরাজীর্ণ
সংযোগ
আমার ভেতর
জাগ্রত করে
পাততাড়ি গোটানো
এক অতীত।

যেদিন বৃষ্টি ঝরে
সেদিন আমিও ঝরি
ক্ষরণের পুরানো
অভ্যাসে।

ছবি কৃতজ্ঞতা: গুগল
কাব্যগ্রন্থ: চিলেঘুড়ির অষ্টপ্রহর।
বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!

উপযোজন

লিখেছেন বাগান বিলাস, ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৪


ফড়িং ও আঠা
মাছ ও জাল
বেলুন ও সুঁই
গর্দান ও তরবারি
তুমি ও আমি...

আমি জানি-
আমার মতো
এরা অনেকে
আপস করে,
টিকে থাকে।

ছবি ‍ঋণ: গুগল।



বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬৮ বার পঠিত     like!

একপেশে গাণিতিক সমাধান

লিখেছেন বাগান বিলাস, ৩০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২১


চলুন একটা সহজ অঙ্ক করি।

সমস্যাঃ
আমেরিকা একটি দেশ না হয়ে
আর কী কী হতে পারতো?

সমাধানঃ
ধরা যাক, প্লুটো গ্রহ আবিষ্কার করা
দুরবিনের নাম হতে পারত আমেরিকা।
ভাবা যাক, বুকার পুরস্কারে মনোনীত
যে কোনো গ্রন্থের নাম হতে পারতো আমেরিকা।
অথবা আমেরিকা হতে পারতো
তিন হাজার কোটি বছরের পুরাতন
এক মিটিওরাইটের নাম।
অনায়াসেই প্রাচীন এথেন্সের যে কোনো... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৬ বার পঠিত     like!

কেউ নেই আমার

লিখেছেন বাগান বিলাস, ২২ শে আগস্ট, ২০২০ সকাল ১০:২৭


কেন যেন মনে হয়, বড্ড একা আমি।
আপন বলতে যেন কেউ নেই আমার।
চারদিকে কত মানুষ, কত আপনজন
কত সংস্রব-সম্পর্ক, সবই যেন রঙিন
হাওয়াইমিঠার মতো তন্তুহীন, উড়ন্ত
জলবুদ্বুদের মতো বিচ্ছিন্ন ও ক্ষণস্থায়ী।

একটা চিঠি লেখার জন্য আমি রমনার
অন্তর্দাহ জারুলবৃক্ষের সাথে নীল গগনে
সকাল এঁকে বসে থাকি। শিকারি ঘুঘুর
মতো সারাদিন ফাঁদ পেতে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৭৫৫ বার পঠিত     like!

নীল অপরাজিতা

লিখেছেন বাগান বিলাস, ২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৮


ব্যালকনিতে একাকী বসে চা খাচ্ছিলাম।
গ্রিলে লতানো নীল অপরাজিতা আমাকে
পড়ন্ত বিকালে একা পেয়ে চটুল প্রেমিকার
মতো জিজ্ঞেস করল-আচ্ছা বলুন তো,
আকাশ এত নীল কেন?
আমি জবাব দিলাম, নীলের তরঙ্গদৈর্ঘ্য
কম, তাই নীলের বিক্ষেপনও বেশি।

হেমন্তের মৃদু বাতাসে সে প্রজাপতির পাখার
মতো ওপর-নিচ চোখ নাচিয়ে বলল,
আপনি কবি, নাকি আলোক বিজ্ঞানী?
আমার মন ভুলাতে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৩২০ বার পঠিত     like!

জন্মশোধ

লিখেছেন বাগান বিলাস, ০৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৬



আগুন ও আঘাত সহ্য করেই
আমি হয়েছি ইস্পাতের ছুরি।

আমি চোখ থেকে সব অশ্রু
ও দেহ থেকে সমুদয় রক্ত
নিংড়ে ফেলে হয়েছি পাষাণ।

এখন আমি আঘাতে আঘাতে
হাসিমুখে খুন করি মানুষ।

এখন আমি অশ্রু ও রক্ত
ঝরিয়ে জন্মের শোধ নেই।

ছবিঋণ: গুগল।




বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩৪৭ বার পঠিত     like!

চিত্রকর

লিখেছেন বাগান বিলাস, ২৬ শে জুন, ২০২০ রাত ১০:২১


তোমার কথা মনে পড়লেই
আমি স্মৃতির আয়নার পদানুবর্তী হই।
তোমার মুখোমুখি হলেই সর্ব সত্তায়
আমার শিল্পী হওয়ার সাধ জাগে।
.
তোমার কথা মনে পড়লেই
উত্তরের দেওয়ালটাকে ক্যানভাস
বানিয়ে শিক্ষানবিস শিল্পীর মতো
শরীরে গায়েবী এপ্রোন জড়াই।
এরপর আমি নিপুণ শিল্পীর মতো
তোমার পোট্রেট আঁকতে থাকি-
এক পড়ন্ত বিকেলে শরৎ মেঘে
আচ্ছাদিত পাহাড়ের উপত্যকা ধরে
তুমি হাঁটছ। খোঁপায় বুনো ফুল।
তোমার দুধে আলতা... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৩১ বার পঠিত     like!

আনন্দ

লিখেছেন বাগান বিলাস, ২৪ শে জুন, ২০২০ রাত ৮:০৭


আনন্দ সারাটা জীবন দুঃখ-কষ্টে তেলেভাজা পিঠার মতো
এফোঁড় ওফোঁড় হয়েছে। দুবছর বয়সে ওর মা মরল।
পাঁচে হঠাৎ সড়ক দুর্ঘটনায় চলে গেল বাবা।
এতিম আনন্দকে দেখার মতো ইহধামে আর কেউ থাকল না।
স্রোতে গড়ানো নামপত্তনহীন পাথরের মতো গড়াতে গড়াতে
শেষমেশ ওর ঠাঁই হলো চন্দন নগরে, রামদয়ালের আশ্রমে।
সেই সাধুও দু’হাজার আট সালে ভারতের কুম্ভ... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৯৪ বার পঠিত     like!

অপ্রকাশিত গেজেট

লিখেছেন বাগান বিলাস, ২১ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০১


(বাবা দিবসে সকল শ্রমজীবী বাবার প্রতি শ্রদ্ধার্ঘ)
.
জন্মদিন নিয়ে আমার তেমন কোনো আতিশষ্য নেই।
আমার ঘরে যখন ফায়ার অ্যালার্মের মতো পুনঃপুন মনে করিয়ে
দেওয়া হয়-কাল তোমার জন্মদিন, ইন্টারকন্টিনেন্টালে
বুকিং কনফার্ম করা আছে।
আমি তখন ভেতর ভেতর শুকনো আম পাতার মতো কুঁকড়ে উঠি।
আমার জন্মদিন!
.
সেই সময়ে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী বন্ধুরা আমাকে পাঁজাকোলা
করে ধরে নিয়ে যেত।... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১২১৭২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ