কিন্তু জানেন কি এটা আসলে আসল ষাট গম্ভুজ মসজিদের ছবি নয় ।খুলনা শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য ষাট গম্ভুজ মসজিদের আদলে একটি ক্ষুদে ষাট গম্ভুজ মসজিদের প্রতিকৃতি তৈরী করা হয়েছে, এটা তারই ছবি ।ক্ষুদে ষাট গম্ভুজ মসজিদের প্রতিকৃতিটি একেবারেই আসল ষাট গম্ভুজ মসজিদ এর মত করে তৈরী করা । এটি দেখলে তৈরীতে কোন রকম ভুল হয়েছে বলে মনেহয় না ।
দেখলে ৭৫% ছোট করে কম্পজ করা ফটোকপি মনে হয় ।আমার জানা নেই কে ঐ ক্ষুদে ষাট গম্ভুজ মসজিদের প্রতিকৃতিটি তৈরী করেছেন ।তবে এক বাক্যে এতটুকু বলতে পারি, অসাধারন কাজ । আমার পক্ষ থেকে উনার জন্য ধন্যবাদ রইল।
আজকাল আমাদের দেশে অনেক স্হানেই এমন ক্ষুদে প্রতিকৃতি তৈরী হতে দেখছি । এগুলোর অনেকগুলোই আসলটির মত হচ্ছে আবার অনেকগুলোই আসলটির মত হচ্ছে না ।আসলটির মত না হবার পাল্লাটাই বোধকরি বেশি ভারি ।এতে আমার মত অনেক দর্শনার্থীই আশাহত হচ্ছেন । আমার মতে আসলটির মত করে হুবহু ক্ষুদে প্রতিকৃতি তৈরী করতে না পারলে যার আদলে তৈরী করা হয়েছে তার শিল্প সৌন্দর্যের অবমুল্যায়ন করা হয় । যা প্রকৃত কোন শিল্পীর করা উচিত নয় ।
যারা ক্ষুদে প্রতিকৃতি তৈরী করছেন তাদের প্রতি অনুরোধ রইল, যার প্রতিকৃতি তৈরী করছেন তার শিল্প সৌন্দর্য অক্ষুন্ন রাখুন ।আর এতেই ফুটে উঠবে আপনার শিল্প গুণ ।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



