( নাস্তিকরা এই পোস্টে কোন কমেন্ট করবেন না। )
আমি একজন মুসলিম পরিবারের সন্তান, এবং মনে প্রাণে মুসলমান ।পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা আমার মধ্যে আছে , সেইসাথে আছে ধর্ম ও কোরআন কে জানার অদম্য ইচ্ছা । অনেক সময় তর্ক বিতর্কে ধর্ম উঠে আসে কিন্তু ধর্মীয় জ্ঞান কম থাকায় ইচ্ছে থাকলেও গভীর ভাবে কিছু বলতে পারি না । তবে আমার মনে হয় একজন মুসলমান হিসাবে ধর্ম সম্পর্কে জানা একান্ত জরুরি । নিচের কিছু কিছু প্রশ্নের উত্তর আমি যদিও জানি তবুও ব্যাপকভাবে এবং বিস্তারিত (রেফারেন্স সহ )জানার জন্য প্রস্নগুলো করলাম ।যদি কোন ধর্ম প্রাণ মুসলমান ভাই এই প্রস্নগুলোর উত্তর সঠিক ভাবে দেন (রেফারেন্স সহ) তাহলে কৃতজ্ঞ থাকবো ।দয়াকরে আমার প্রস্নগুলোর ভিন্নঅর্থ কেউ করবেন না ।
যারা ইসলাম ধর্ম সম্পর্কে অজ্ঞ এবং যারা ধর্মে বিশ্বাসী নয় তারা আশাকরি তথ্যপ্রদান হতে বিরত থাকবেন ।
(১)পবিত্র গ্রন্থ আল কোরআন কত খ্রীষ্টাব্দে নাজিল হয় ?
তখন হযরত মুহাম্মাদ(সাঃ) এর বয়স কত ছিল ?
(২)হযরত মুহাম্মাদ(সাঃ) এর জীবিত থাকা অবস্হায় কেন পবিত্র গ্রন্থ আল কোরআন সংকলিত হয়নি ?
(৩)হযরত মুহাম্মাদ(সাঃ) কেনো হাদিস সংরক্ষন করতে মানা করে ছিলেন ?
(৪)হযরত মুহাম্মাদ(সাঃ) বিদায় নেবার কত বছর পরে পবিত্র গ্রন্থ আল কোরআন সংরক্ষন ও সংকলিত শুরু হয় ?
(৫)কেন পবিত্র গ্রন্থ আল কোরআন ও আল হাদিস সংরক্ষন করা শুরু হয় এবং তা কত সালে শুরু ও কত সালে শেষ হয় ?
(৬)হযরত মুহাম্মাদ(সাঃ) বিদায় নেবার কত বছর পরে হাদিস সংকলিত ও সংরক্ষন করা শুরু হয় কেন এবং কিভাবে ?
(৭)সমসাময়িক সময়ে অন্যান্য দেশে ধর্মীয় দিক দিয়ে কি অবস্থা চলছিল।
ইতিহাস মতে আইয়্যাম এ জাহেলিয়া যুগ কত সাল থেকে কত সাল পর্যন্ত ধরা হয় ?
(৮)খোলাফায়ে রাশেদীন কোন সাম্রাজ্যের খলিফা ছিলেন বা কোন দেশের খলিফা ছিলেন ?
(৯)ইসলাম এর প্রচার ও প্রসার এর ক্ষেত্রে তাদের সর্বজনস্বীকৃত অবদান কি ?
(১০)পবিত্র গ্রন্থ আল কোরআন সংরক্ষনার্থে কোন কোন সাহাবা বিশেষ ভুমিকা রেখেছিলেন ?
(১১)হযরত মুহাম্মাদ(সাঃ) ও খোলাফায়ে রাশেদীন এর আমলে মধ্যপ্রাচ্চ্য ছাড়া বিশ্বের আর কোন কোন দেশে ইসলাম প্রচার হয় ? যদি না হয়ে থাকে তাহলে কেন তা হয়নি ?
(১২)প্রথম পুস্তাকারে সংকলিত পবিত্র গ্রন্থ আল কোরআন কোথাও এখনও পর্যন্ত সংরক্ষিত আছে কি ? থাকলে তা কোথায় এবং কিভাবে সংরক্ষিত হয়েছে ?
(১৩)পবিত্র কোরআনে পাচঁ ওয়াক্ত নামাজের উল্লেখ আছে কি ,থাকলে তা কোন সুরায় কত নং আয়াতে ?
(১৪)আমরা যে নিয়মে নামাজ পড়ি সে নিয়মের উল্লেখ (কোরআন) কোথায় আছে ?
বিশেষদ্রস্টব্যঃ দয়াকরে আমার প্রস্নগুলোর ভিন্নঅর্থ কেউ করবেন না।
যারা ইসলাম ধর্ম সম্পর্কে অজ্ঞ এবং যারা ধর্মে বিশ্বাসী নয় তারা আশাকরি তথ্যপ্রদান হতে বিরত থাকবেন ।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



