আজ শুক্রবার দুপুরে রাইফেলস প্লাজার কাছে ডোমিনস পিজাতে গিয়েছিলাম বার্গার খেতে।
২টা বার্গার দিলো, মনে হলো কয়েকদিনের বাসা, বারবার গরম করার ফলে মাংশ পুরে কালো শক্ত হয়ে গেছে। বাসী পাউরুটি শক্ত হয়ে বিস্কুটের মত হয়েছে।
ওয়েটরকে বললে সে বল্লো তাদের বার্গার নাকি এইরকম!!!
অতপর ওয়েটরকে বললাম খাবারের বিল ও সাথে ম্যানেজারের নাম্বার দিতে।
এবার কাজ হলো, বাসী পচা বার্গার পাল্টিয়ে নতুন বার্গার দেয়া হলো।
হাইরে আমার দেশ, #এখানে পোশাক আর পেশী থাকলে ভাল না হলে মরো!!!!
http://i62.tinypic.com/2h2kthz.jpg
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




