একজন মন্ত্রী টেক্সাসের একটি উম্মাদ আশ্রম পরিদর্শন করতে এসে সেখানকার রোগীদের সাথে বেশ আলাপ জমিয়ে নিলেন। কথা প্রসঙ্গে তিনি একজনকে প্রশ্ন করে বললেন, আচ্ছা বলুনতো আপনার জীবনে এমন কি ঘটেছি, যার ফলে আপনাকে আপনাকে এখানে চলে আসতে হলো?
উত্তরে ভদ্রলোক বললেন, দেখুন, আমার আজকের যে পরিনতি দেথছেন, এ সব কিছুর রয়েছে আমার বিয়ে। এই বিয়ে ঘটিত আনুসাঙ্গিক ব্যপারটা আপনাকে না বললে আপনি বুঝতেই পারবেননা , আমি কেন আমার বিয়েকে কেন্দ্র করে এসব কথা বলছি।
তিনি আরো বললেন বিয়ে করে আমি কী সাঙঘাতিক ভুল করেছিলাম, সেটা আমি এখন মর্মে মর্মে উপলবদ্ধি করছি, কিন্তু এত দেরিতে এই উপলবদ্ধির কোনই অর্থ হয়না। আমার বিয়েকে কেন্দ্র করে আনুষঙ্গিত ঘটনাগুলো শুনুন-
আমি কয়স্ক কন্যা সহ এক বিধবাকে বিয়ে করি। সেই সুত্রে সেই সূত্রে সেই কন্যা আমার কন্যা হলো।
এদিকে কিছুদিন বাতে আমার বাবা আমাদের বাড়িতে বেড়াতে এলেন। এসেই আমাদের মেয়ের প্রেমে পড়ে গেলেন এবং বিয়েও করে ফেললেন। কাজেই সে ছিল আমার মেয়ে, সে এখন আমার মা হয়ে গেল।
কিছুদিন বাদে আমার স্ত্রীর একটি পুত্র হলো। অতএব আমার পুত্র আমার বাবার শালা হয়ে গেল।
আমার মেয়ে বাবাকে বিয়ে করে আমার সৎমা হয়ে গেলো। আমার নবজাতক পুত্রটি আমার এই মায়ের ভাই বলে সে আমার মামা হয়ে গেল।
ইতিমধ্যে আমার বাবার স্ত্রী যে নাকি আমার কন্যা এবং সৎমা, তার একটি ছেলে হলো। সেই ছেলেটি আমার ভাই হলো কেননা সে আমার বাবারই ছেলে। সে কিন্তু আবার নাতিও হলো, কারণ সে তো আমারই মন্যার পুত্র।
আমার সৎমায়ের মা আমারই স্ত্রী। বলুন তো আমার স্ত্রী আমার কে হলো? আপনারও গোলমাল হয়ে গেল তো, আমার স্ত্রী আমার দিদিমানি হলেন, তাই আমি সস্ত্রীর নাতি হলাম।
কিন্তু এতেও আমার সব বলা হলো না। যেতেতু আমি আমি দিদিমার স্বামী, আমি আমার নিজের দাদামশাই হয়ে গেলাম। এর পরোকি মাথা ঠিক রাখা যায়, আপনিই বলুন।
এবার মন্ত্রী থ মেরে গেলেন।
এবার আপনারা কি বলবেন?
বিঃ দ্রঃ- এর আগেও এই পোস্টটি করেছিলাম তখন আমার প্রথম পাতায় স্থান ছিলনা তাই আবার দিলামঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


