প্রাণখোলা এক দীর্ঘ হাসি কতোদিন শুনিনা আমি !!!!!!!! মানুষ গুলো এখন অনেক বেশি যান্ত্রিক, ফ্যাশনেবল । আমরা এখন দুঃখ কষ্টকে আমন্ত্রন করে পরম আদরে নিজের কাছে নিয়ে আসি একটু খানি সাময়িক আনন্দ পেতে, সুখের অভিনয় করতে, নিজেকে প্রবঞ্চনা দিতে- এটাই সুখ !!!!! একই সাথে দূর পায়ে ঠেলে সরিয়ে দেই মুখের সেই হাসিটাকে যা আমাদের প্রানোচ্ছল করে, রোগমুক্ত করে, সাহায্য করে এগিয়ে যেতে আরও দূর পানে। আমরা এখন হাসি এক কৃত্তিম হাসি বন্ধুদের আড্ডায় , পারিবারিক আসরে অথবা অন্য কোথাও। বেশির ভাগ ক্ষেত্রেও সেই হাসিটাও নিয়ে আসতে হয় জোড় করে, অথবা নেশার সাহায্য নিয়ে!!!!!! এখন আমাদের কাছে গম্ভীর থাকাটাই, অসুস্থ থাকাটাই, অসুখী থাকাটাই ফ্যাশন , যুগের দাবী, আধুনিকতা !!!!!
হাসুন প্রান খুলে। এক সুস্থ দেহ ও মনের অধিকারী হই সবাই।
সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




