মার্কিন ওই ছায়াছবিতে মহানবী (সা.)’র অবমাননার বিরুদ্ধে বিশ্বের মুসলমানরা বিভিন্নভাবে প্রতিবাদ ও বিক্ষোভ প্রকাশ করলেও গণমাধ্যমে এটাই ছিল প্রতিবাদের প্রথম উদ্যোগ।
লেবাননের আলমানার টেলিভিশন ও ইরানের সাহার টেলিভিশনসহ ‘আল মায়াদিন’ ও ‘সামেন’ টিভি 'দ্য প্রোফেট' শীর্ষক প্রামাণ্য ছায়াছবিটি সম্প্রচার করছে।
ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে সংলাপ সমিতি এবং ইসলামী রেডিও-টিভি চ্যানেল সমিতির যৌথ প্রচেষ্টায় নির্মাণ করা হয়েছে 'দ্য প্রোফেট' শীর্ষক ছায়াছবি।
অস্ট্রেলিয়া, ইরান, ভারত , আর্মেনিয়া, ভ্যাটিকান সিটি, ইতালি ও সৌদি আরবসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে এই ছায়াছবির দৃশ্যায়ন করা হয়েছে।
মহানবী (সা.)’র প্রতি অবমাননার জবাবে বেশ কয়েকটি মুসলিম দেশ ছায়াছবি তৈরি করবে বলে ঘোষণা দেয়া সত্ত্বেও ইসলামী প্রজাতন্ত্র ইরানই সর্ব প্রথম এই উদ্যোগ বাস্তবায়নে সফল হল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




