আমার বাবা।
বন্ধ নিশ্বাস আরও যেন বন্ধ হয়ে আসে যখন মনে পড়ে
আমার বাবা আর কখনও আমার কাছে আসবে না।
আমার বাবা।
আমার কাছে দুনিয়ার শ্রেষ্ঠ বাবা।
কতযে অন্যায় আবদার করেছি .....
শিক্ষক বাবা তার সীমাবদ্ধতার দিকে তাকায়নি কখনও।
যেভাবেই হোক প্রচন্ড ব্যক্তিত্বের অধীকারী বাবা আমার
মৃদু হেসে তামিল করেছেন সব।
আমার বাবা।
আমার কাছে দুনিয়ার শ্রেষ্ঠ পরিষ্কার-পরিচ্ছন্ন বাবা।
কখনও তাকে দেখিনি অপরিচ্ছন্ন পোশাক পরে স্কুলে যেতে।
দেখিনি কোনদিন সময়ের পরে স্কুলে যেতে।
আমার বাবা।
আমার শিক্ষক, আমার কাছে দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষক।
আমার বাবা,আমার বন্ধু ,আমার কাছের বন্ধুদের থেকেও শ্রেষ্ঠ বন্ধু।
বাবা ,আমার বাবা।
তোমার সাথে কত কতাই তো বাকী রয়ে গেল।
চলে যাওয়ার দিন কোন কথাই বললেনা। আমি তো তোমার
অপেক্ষায় ছিলাম বাবা।এ অপেক্ষার যে শেষ হবে না তা যদি বুঝতাম
তাহলে তোমাকে একটু ধরে দেখতাম, একটু স্পর্শ করতাম,একটু তোমার
কাছে যেয়ে তোমার গায়ের একটু ঘ্রান নিতাম। তোমার গায়ের
ঘ্রান যে আর কোথাও খুজে পাইনা।তোমার গায়ের ঘ্রান যে....
বাবা,আমার বাবা।
তুমি ভালো আছো? আল্লাহ তোমার হেফাজাত করুন।
তুমি ওপারে ভালো থেকো।মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি,
ওপারেও যেন আমার বাবাকে আমি দেখতে পাই শ্রেষ্ঠ বাবা হিসাবে।
আর লিখতে পারছি না।
তোমার হতভাগ্য সন্তান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


