খেলাধুলার মধ্য দিয়েই বড় হয়ে উঠেছি। তো
খেলাধুলা করার চেয়ে দেখতেই মজা লাগে এখন বেশী।
সময় সুযোগ পেলেই বসে যাই টিভির সামনে।ফুটবল এবং ক্রিকেট
দুটোই সমান প্রিয়।
ফুটবলের প্রিয় দল অবশ্যই অবশ্যই ব্রাজিল।
আর ক্রিকেটে তো বলার অপেক্ষাই রাখেনা ,বাংলাদেশ।
আমার সাধের, আমার স্বপ্নের আমার প্রিয় বাংলাদেশ।
বাংলাদেশের খেলা থাকলে খেলা উপভোগ করার চেয়ে
টেনশন হয় বেশী। উপমহাদেশের দলগুলোর খেলা থাকলে
তো কথাই নেই। তখন খুব বেশী টেনশন থাকে না।টেনশন ফ্রী
অবস্থায় খেলাগুলো উপভোগ করে থাকি।
দুর্দান্ত ফর্মে থাকা ভারত এবং শ্রীলংকার সিরিজটা দেখছিলাম
আগ্রহ সহকারে। ভারত সিরিজ কনফর্ম করলেও খেলাগুলো
আমার কাছে উপভোগ্য মনে হচ্ছিল।
একারনে শেষ ম্যাচটার প্রতিও একটা আকর্ষণ ছিল।
কিন্তু সব আনন্দটাই মাটি হয়ে গেল। বৃষ্টির সমস্যা মেনে নিতে
খারাপ লাগলেও এখন গা সওয়া হয়ে গেছে। কিন্তু তাই বলে
পিচের সমস্যার কারনে খেলা পরিত্যাক্ত? তাও আবার ভারতের
মাটিতে তৈরী পিচের জন্য? অদ্ভুত লাগছে না? অন্তত যারা আমার
মত তাদের একটু খটকা তো লাগার কথাই।
যে ভারতের পিচই তৈরী হয় স্পিনারদের কথা চিন্তা করে, সেই
ভারতের মাটিতে খেলা পরিত্যাক্ত হয় অসমতল বাউন্সি পিচের
কারনে? ভাবা যায়? যাবে না কেন, সমস্যা কোথায়?
না সমস্যা নেই, কারন আমিতো খেলা দেখি টিভি সেটের সামনে
বসে।কিন্তু ক্রিকেট অন্তঃপ্রান ভারতীয় সশরীরে খেলা দেখা দর্শকদের
কথা চিন্তা করুন দেখবেন সমস্যা পেয়ে যাবেন।
সিরিজ কনফার্ম হওয়ায় ভাগ্য ভালো পিচ কিউরেটরের।
কারন এখোনো চোখে ভাসে বিশ্বকাপের সেই ম্যাচটির দৃশ্য্।
ভারত হেরে যাচ্ছে শ্রীলংকার সাথে আর গ্যালারীর দর্শক হেরে
যাচ্ছে তাদের অন্তহীন আবেগের কাছে!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


