সময়ের সাথে তাল মেলানোটা খুবই কঠিন হয়ে পড়েছে।
কিন্তু সামুর জন্যও মন খারাপ লাগে। পড়তে এবং লিখতে দুটোই ভালো
লাগে। কিন্তু শুধু ভালো লাগলেই সব হয়ে গেল? ভালো লেখার জন্য
যোগ্যতাও তো দরকার । সবারই কি তা থাকে? আর সামু তো লেটেষ্টদের জন্য। একটু ভুল , একটু রেফারেন্সহীন পোষ্ট, মানে পান থেকে চুন খসলেই আপনি শেষ। মন্তব্য পাল্টা মন্তব্য। কোন দিক নিদর্শন যন্ত্র ছাড়া যেন কোন দিকই আর খুজে পাওয়া যায় না।
কিছুদিন এ অবস্থা দেখার পর সময়ের সল্পতাহেতু যৎমামান্য লেখার যে
ইচ্ছাটুকু ছিল তাও প্রায় শেষের পথে। তারপর নিয়ম কানুনের বালাইয়ের তো শেষ নেই।ফার্ষ্ট টাইমওয়াচ, কিছুদিন যাবে তারপর সদয় হলে না জেনারেল ? তারপর সেফ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এতো ঝক্কি ঝামেলা দেখে কিছুদিন ব্লগেই ঢুকিনা।
কেবলমাত্র ব্লগে ঢুকলাম। কি আশ্চার্য !!! আমাকে জেনারেল করা হয়েছে!!!
অন্য কোন অবস্থা হলে প্রশ্নটা করেই ফেলতাম, ভাই কি এমন যোগ্যতার কারনে আমাকে প্রমোশনটা দেওয়া হলো?
ক্ন্তি সামুর অবস্থা কিছুটা জানা থাকার কারনে ঐ প্রশ্নের মধ্যে আর গেলাম না।সরাসরি বলেই দিলাম ... মডুদের ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


