বিশ্বমানচিত্রে যারা বাংলাদেশকে খোজেন তাদের অনেক কষ্ট
হয় মানচিত্রে বাংলাদেশকে খুজে পেতে । ছোট্ট আয়তনের
আমাদের প্রিয় মাতৃভূমি প্রায় হারিয়ে গেছে বিশাল আয়তনের দেশগুলোর মধ্যে । কিন্তু হারিয়ে যায়নি আমাদের গৌরবময় '৭১ । আমাদের স্বাধীনতা আমাদের অহংকার,আমাদের আত্মত্যাগের কাহিনী। যে অহংকার অনেক বড় বড়দেশেরও নেই, নেই আমাদের মত আত্মত্যাগের কাহিনী । আজ প্রজন্ম'৭১ প্রায় হারিয়ে যেতে বসেছে,কিন্তুআমরা কী পেরেছি এই ক্ষনজন্মা প্রজন্ম'৭১ কে বিশ্ববাসীর কাছে সঠিকভাবে তুলে ধরতে? এর উত্তর হবে পেরেছিতবে সঠিকভাবেনয়।এমনকিধারাবাহিকভাবে এই ইতিহাসআমরা সঠিকভাবে '৭১ পরবর্তীদের নিকটও সঠিকভাবে পৌছুতে পেরেছি বলে দাবী করলে সে দাবীর সঠিকতা নিয়েও প্রশ্ন থেকে যাবে ।
বর্তমান সময় ই-সময় ।তাইতো আমাদের অহংকার এই প্রজন্ম
'৭১কে এ দেশসহ বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এগিয়ে এসেছে কয়েকটি ওয়েব যাদের সাথে আপনাদের পরিচয় করিযে দেব যেন আপনি আমি সকলেই আমাদের এই গৌরবগাথাকে
সঠিকভাবে জানতে পারি এবংঅন্যকে জানাতে পারি ।
আশা করি তাহলেহয়তো কিছুটা হলেও আমরা আমাদেরকে অকৃতজ্ঞতার অভিশাপ থেকে আলাদা করতে পারবো । আমাদের
গৌরবময় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক ওয়েবদুটি হল--
* জেনোসাইড বাংলাদেশ
* তাজউদ্দিন আহমেদ ডট কম
আশা করি সবার সাথে শেয়ার করবেন । আপনি যত কঠিন
মনেরই হোন না কেন ছবিগুলো আপনার বিবেককে নাড়া
দেবেই,এই বিশ্বাসনিয়েই শেষ করছি।
আপনার কোনপ্রয়োজন এখানেও থাকতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


