আমি আপনাদের একটা কবিতা শোনাবো।তার আগে একটা কথা, আসুন আমরা কিছু রাজাকারদের বর্জন করি। তাদের কোনো পোষ্টে কোনো মন্তব্য না করি।শুধু বলি 'তুই রাজাকার'।
এবার কবিতাটা বলি।
এলাহী ভাইয়ের অশ্রু দেখিয়া শাহরীয়ার কাঁদে
ত্রিভুজ আঁকিতে গিয়া হাসান তারিক ফাঁদে।
ইবনে সালাম কহিল শারফুদ্দীন পারে ভাল আঁকিতে
এত সহজে 'পথহারাই'বা কেনো বিবেক সত্যি থাকিতে ?
ত্রিভুজ আঁকা তো বাম হাতের কাজ কহেন আবু সামিহা
পারেন সবই আঁকিতে, যেনো 'বিজ্ঞ পোকা'
'সুর বাংলা'র চ্যালেন্জ - তবে আঁকা হোক ত্রিভুজ
আবু সামিহা আঁকেন যেনো 'অন্যরকম' 'চতুরভূজ'।।
'শান্ত' 'বুড়ো' কায়েস মাহমুদ
পারেনা 'মনেরকথা' বলিতে
আঁকিতে পারে রেজওয়ান এক হাতের তুলিতে।।
'দ্বীপবালক' সাঈফ শেরিফ থাকেন 'ইছামতীর পাড়ে'
মাহবুব মোরশেদ,ইসমৎ আহাম্মদ যান তাহার ধারে
কহেন তিনি ''আঁকিতে হইবে ত্রিভুজ এ আর কি ?''
সব সমস্যার সমাধান দেবে 'মুক্তি'পাখী।।
আশরাফ রহমানের 'সোনার বাংলা'য় পারেনা কেহ আঁকিতে
কিছু আঁকিয়াছি ৭১ এ, কিছু হবে বাকিতে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



