আজ অনেকদিন পর তোমাকে দেখলাম-
ইচ্ছা করছিল সমস্ত মুখে তোমার আল্পনা আঁকি
সারাটা শরীরকে যাদু করি
তবুও-
সর্তক অবলম্বন আমাকে বাধ্য করলো
চুপসে যাওয়া বেলুনের আতঙ্খে।
ইচ্ছা বৃত্তের ঘরে লাল আঁকলাম
জানালা, দরজা বন্ধ করে
তোমার নাম বলতে লাগলাম-
স্বর্নালী-স্বর্ণালী-স্বর্ণালী-স্বর্ণালী-....
অবশেষে চলে গেলে-
নিশ্চিত স্বাভাবিক শব্দে-
কিছুক্ষনের স্বপ্নে সাজানো তৃষ্না দিয়ে, ভালোবাসা নিয়ে।
হঠাৎ অনুপদা বলল-
"শিঞ্চন চল যাই
সন্ধ্যা নামলো প্রায়"
কপালের আরষ্ঠ তুর্কীর বিবর্ন অভিমানে
সত্যিই যেন-,
নিঃশব্দে অনেকদিন পর তোমাকে দেখলাম
নিঃশ্ব অফুরন্ত স্থির যৌবনে
থমকে দাঁড়ানো গোধূলী লগ্নের শেষ অবয়ব অস্তিত্তে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



