ঢাবি ভিসি বলেছেন , ‘তুমি পৃথিবীর ইতিহাসে কোথাও পাবে না ১০ টাকায় এক কাপ চা, একটি সিঙ্গাড়া, একটি চপ এবং একটি সমুচা পাওয়া যায়। পাবে বাংলাদেশে। এটি যদি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারে, তাহলে এটি গিনেস বুকে রেকর্ড হবে। ১০ টাকায় এক কাপ চা, গরম পানিও তো রাস্তায় পাওয়া যাবে না। ১০ টাকায় এক কাপ চা, একটি সিঙ্গাড়া, একটি সমুচা এবং একটি চপ- এগুলো পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে। এটি আমাদের গর্ব, এটি আমাদের ঐতিহ্য।’উনা্র এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফেসবুকে ব্যপক বিনোদন শুরু হয়ে গেছে।
চাটুকার ভিসি কোথায় পড়াশোনা করেছেন জানতে মন চায়। বিদেশের যে কোন পাবলিক স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে নামমাত্র মূল্যে খাবার পাওয়া যায় সরকারী সাবসিডির কারনে। শিক্ষা প্রতিষ্ঠানের ড্রিংকসের ভেনডিং মেশিনে মাত্র কয়েক সেন্টে ড্রিংকস পাওয়া যায়। ঢাবির ভিসি এসব জানেন না, এটা কি বিস্বাসযোগ্য কোন কথা? আর যদি না জেনে থাকেন, তাহলে উনার যোগ্যতা প্রশ্নের সম্মুখীন।
এর আগেও ঢাবির ছাত্রছাত্রীদের হোস্টেলের স্বল্প মূল্যের খাবারের খোটা দেয়া হয়েছে। যিনি দিয়েছেন, তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন নাই এবং বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে কোন ধারনাও খুব সম্ভবত তিনি রাখেন না। ঢাবির ভিসির এহেন নিল্লজ্জ চাটুকারি করার আগে এতুকু মনে রাখা উচিৎ ছিল যে , উনি কোথায় পড়াশোনা করেছেন এবং কোন পদটা ধরে রেখেছেন।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৯