রাজনীতিতে ইস্যু একটি গুরুত্বপূর্ণ বিষয়। সময়মতো ইস্যু কাজে লাগানোও একটা যোগ্যতা। বাংলাদেশে তীব্র গরমে মানুষের নাভিশ্বাস এক হয়ে যাচ্ছে। অনেকের মৃত্যুও হয়েছে। সড়ক ব্যবস্থাপনায় দূর্বলতায় ঈদ বিষাদ হয়েছে প্রায় সাড়ে ৬০০ পরিবারের। সাথে আওয়ামী লীগের আশ্রয়ে-প্রশ্রয়ে বেড়ে উঠা কিশোর গ্যাংয়ের মোটরসাইকেল চালানোয়, পরিবারকে জিম্মি করে মোটরসাইকেল কেনায় এ মৃত্যু এত হয়েছে বলে ধারণা করা হয়।
যাই হোক আসি বৃক্ষরোপণে, বৃক্ষরোপণের সময়কাল বঙ্গ বদ্বীপে যুগ যুগ ধরেই বর্ষাকাল। মা,মাটি ও মানুষের এ অঞ্চলের ঘ্রাণ, সুর এবং প্রেম-প্রকৃতিই বলে বর্ষাকাল হলো বৃক্ষরোপণের কাল।
আমাদের আবহাওয়া, জলবায়ু এবং প্রকৃতির আবর্তন এভাবেই। একজন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হিসেবে তাকে তা জাবতে হবে, না জানতেই পারে এমন নয়, যদি না জানে তাহলে তার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আছে, না থাকলেও তার পরামর্শক থাকবে। তাও না থাকলে যখন কর্মসূচি ঘোষণা করবে তখন আলোচনা করে জানতে হবে।
কিন্তু আপত্তিকর বিষয় হলো বিগত দেড়যুগ লেজুড়বৃত্তিক এ সংগঠনটি ২১-৩০ এপ্রিল ঘোষণা করেছে বৃক্ষরোপণ কর্মসূচি, যখন প্রকৃতির গাছই নিয়মিত পরিচর্যায় না থাকলে বাঁচবে না। মানুষের নাভিশ্বাস বের হয়ে যাচ্ছে। যেখানে থার্মাল রেড এ্যালার্ড জারি বাংলাদেশে বিভিন্ন গণসচেতনতা মাধ্যমে, প্রাথমিক বিদ্যালয়,উচ্চ বিদ্যালায়,কলেজগুলো বন্ধ ; এমন কি কর্মস্থলেও বন্ধের বা সহনীয় পর্যায় খোঁজা হচ্ছে। ঠিক তখনই বাহাবা ইস্যুলীগ, চাপাতি লীগ, টেন্ডারলীগ, ধর্ষকলীগ, পরিবেশ ধ্বংসকারী লীগ গরমে দিয়ে দিলো বৃক্ষরোপণ কর্মসূচি।
সম্মিলিতভাবেই তো বৈঠক করে সিদ্ধান্ত হইছে। কোন জ্ঞানে তারা এ কর্মসূচি দিতে পারে? শুধুই বাহাবা! অথচ দেড়যুগের শাসনেই বেশি পরিবেশের ও জলবায়ুর বিরূপ প্রভাব পড়েছে! বর্ষাকাল গেল ১৫/১৬ টা। ৫ লাখ করে গাছ লাগালে প্রায় অর্ধকোটি গাছ টিকে যেত। এখন যদি ২১ তারিখ মানে আজ থেকেই ৫ লাখ গাছ লাগায়, সর্বোচ্চ পরিচর্যা করলেও ১০,০০০ গাছও টিকবে না। অথচ বর্ষাকালে লাগালে সবগুলোই টিকে যাবে।
এবার আসি যদি কর্মসূচি সফল করতে গিয়ে তীব্র দাবদাহে কারো দূর্ঘটনা ঘটে কে দায় নেবে?যেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য সরকার, তাহলে কি সরকারের ভেতর আরেক সরকার ছাত্রলীগ। অসুস্থ হলে, মৃত্যুর মতো ঘটনা ঘটলে কেমন হবে?
এ জ্ঞান, পড়াশোনা, বাংলাদেশ শিক্ষা, বদ্বীপ, ভাটি বাংলা, আবহাওয়া, জলবায়ু, পরিবেশ নামক প্রাথমিক জ্ঞানগুলো প্রধানমন্ত্রী আপনাকে নিজেকে এবং আপনার ভ্রাতৃত্বপ্রতিম সংগঠনকে অর্জন করার বিনীত অনুরোধ করছি।
অথবা ইস্যু পেলেই চোখ বন্ধ করে ঝাঁপিয়ে পড়ার লজ্জাজনক অসুস্থ মানসিকতা ও প্রতিযোগিতা থেকে বের হয়ে আসতে বলুন। এ রকম প্রাথমিক শিক্ষাহীনতায় আমরা ভীত।
সর্বশেষ বলবো, বর্ষাকালে গাছ লাগান পরিবেশ বাঁচান।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০২৪ রাত ১:০৩