ভবিষ্যৎবাদ
জোনাকিপ্রধান এক নতুন দিনের সঙ্গে ব্রাউন সুগার
মৃত্যুর প্রশংসাপত্রের সঙ্গে কিছু ধানক্ষেত তোমারও বুকে
একটি হরণ ভরা মুখের সঙ্গে আয়ুর সমান একটা মাঠ।
রাষ্টপতি কাজ করছেন না কোনও রাখাইনদের সঙ্গে
ত্রিংশ শতাব্দীর একটি হাবভাবের সঙ্গে জবাই হবার আগে ও পরেÑ আমি মাঠ,
ফুলের দেশে
আর সোনার মেয়ের সঙ্গে চলে গেছে সোনার জল্লাদ
আশ্বিনের একটি খোলা মাঠের সঙ্গে আগুন হয়ে গেছে উড়ে ডানাভরা স্বপ্নেরা
আঁধারের গন্ধভরা একটি বিছানার সঙ্গে ঢালচরে যাবার পথের সমস্ত খাল
শিশুর যৌন আবেদনের সঙ্গে আমি স্বপ্ন দেখি সাত আসমান
বাঙলাদেশের এক অবিশ্বস্ত বাঘিনীর সঙ্গে ভালোবাসি সেই মুহূর্ত যখন তুমি ভাঙো
তালা,
বীরের মাথায় গেঁথে যাওয়া একটি ফাল্গুনের সঙ্গে জটিল শাড়ির পোঁচে খোওয়া
যাওয়া একটি মাথা
আর নিরাকার এই গানের সঙ্গে একটি দুটি নিরাপদ বাইসন!
দেশপ্রেমহীন একটি ঝিরঝিরে মেঘপ্রাণীর সঙ্গে বীরের ফিরে আসা
আসন্ন একটি পিতৃহত্যার সঙ্গে চোখ বন্ধ করা এক নক্ষত্রদর্শক
ডানাখচিত একটি বাছুরের সঙ্গে সদ্যোজাত একটি কল্পনার সত্যতা
সর্ব্বোচ্চ একটি মেঘের কেশরের সঙ্গে শীর্ষস্থানীয় একটি কুমারীশাবক
চিতাঘেষা একটি বনবালিকার সঙ্গে রাস্তা থেকে কিনে আনা মরণপাখা;
স্বপ্নে পাওয়া একটি শিরচ্ছেদের সঙ্গে ভাঙো শুধু টিভি, প্রত্যেক ঘর থেকে বেরিয়ে
মাটিকে জড়িয়ে ধরো আর প্রজাপতির নিতম্বদেশটি!
মনের একটি বিকৃত গোলাপের সঙ্গে আমি চাই ও চিনুক আমাদের ডুকরানো
উপাসনার লাল হরিৎ ঝিনুক
আমার জলজীবন-পশুজীবন-উদ্ভিদজীবনের স্মিৃতর সঙ্গে ‘আমি তোমাকে খুন
করবো’Ñ এমন একটি উপলব্ধি
আর সাপের হাই লেগে ঝরে পরা শস্য বসতের সঙ্গে ঘেউ ঘেউ করা স্বপ্নের কুকুর
দ্রুত একটি গন্ধরাজের সঙ্গে ‘ও গ্রাম শহর থেকে তুমি ফিরবে কবে’?
দেশপ্রিয় চির সন্ত্রাসীদের জোটের সঙ্গে রক্ত দিয়ে আমি মুছে যেতে আসি
শিশুদের মৃত মুখগুলি!
চাঁদের আলোর সঙ্গে চক্চক্ করছিল ট্রাক থেকে ইট ফেলার শব্দ পৃথিবীতে
মফস্বলের আলোয় দুপুরের রাস্তায় তোমার সঙ্গে দেখা-হওয়া-সংক্রান্ত এক ঘন
চালকুমড়োর সঙ্গে মাটিতলে অস্ত যাওয়া কুকুরের মতো চেহারার মা-মগ্ন এই
আমি;
সদ্যঃপ্রসূত একটি হরিণের বার্ধক্যের সঙ্গে আমার সন্দেহ, মাঠের গন্ধে
অসহনীয় একটি দোপাটির সঙ্গে মাথাভর্তি আয়না; আয়নার কোলে শুয়ে আছি
স্বপ্নের শেষ তারার সঙ্গে জবাবহীন এক মাঠ, বিমানে উড়ে যাওয়া সেই অর্ন্তবাস
নিজ মনের যাবৎ আততায়ীর সঙ্গে অতিকায় স্বপ্নে নামে রাতে... স্বপ্ন ও স্বপ্নের
ভবিষ্যৎবাদ
বাহির হওয়া বৃষ্টির সঙ্গে চূর্ণ চূর্ণ স্তনের স্রোত : স্তনের মুখভাঙা আরো চ্যাপ্টা
বিশদ
বঙ্গোপসাগরের মতো এক গাভীর গভীর ডাকের সঙ্গে সঙ্গমরত কুমারীরা বি¯তৃত
হত লবঙ্গদানার ভিতর
ক্ষিপ্র গতির এক কাদার পাহাড়ের সঙ্গে এবার দেশবরেণ্য চির স্মরণীয় এক উন্মাদ
আর আমার তারকাচিহ্নহীন একটি এঁটো সূর্যের সঙ্গে তুমি করছো বাজারের মতো
ব্যবহার
মৃত্যুর একটি থাপ্পড়ের সঙ্গে আমাদের পিছিয়ে যাওয়া রোমান্স
চোখে চোখে রাখা একটি পিঁপড়ের সঙ্গে ডানাকাটা একটি মহাশূন্য
কোনোদিন আগুনের সঙ্গে আকাশস্থ গোলাপবনে যেতে যেতে আমাদের
ভালোলাগে পুনরাগত এই মৃত্যু আমার!
অপয়া অপদস্থ একটি বাড়ির সঙ্গে একটি সর্ষেভরা জমজমাট গানের সকাল
অতি দ্রুততম একটি দুপুরের সঙ্গে ডেকে উঠতো নগরীর একশোতম বন
বরঞ্চ আমাদের হাপুর-হুপুর ডুব পারার নর্দমার সঙ্গে পৃথিবীও ¯নানে নামে জলে...
কতিপয় কালো কালো চালপোকার সঙ্গে দাউ দাউ করে উঠে অকৃতজ্ঞরা
মানবীর প্রতি আস্থা হারানো একটি বাঘের সঙ্গে প্রচন্ড ভাবের সুরে, মাঠের
মরশুমে...
জিভ বের করা অভিভাবক প্রণীত এই ধোঁকার সঙ্গে সর্বত্র হারানো পৃথিবীর মহানবীরা,
আমার কিছু অনিন্দ্য নিন্দার সঙ্গে ডোরাকাটা চোখ হেঁটে গেল উজানে উজানে...
তৃতীয় কোনো শক্তির সঙ্গে ধানক্ষেতে অসুস্থ শুয়ে ফসলের পোকার মিহি স্বরে মিশে
চমকে উঠা একটি ভূতের সঙ্গে বাজেটের ডিম ভেঙে বেরিয়ে আসা একটি ঘোড়া;
আর আমার অনুপস্থিতির সঙ্গে এই যে ঝুড়িভরা মাঠ, চাঁদ ও পাখিদৃশ্য খুলে
দিলাম কোটি বছরের ফ্রেম ভেঙে
মেঘমুক্ত একটি হাসপাতালের সঙ্গে হা করে আছে যূথবদ্ধ প্রাণের কসাই;
মুখের ভিতর নেওয়া একগুচ্ছ খিটমিটে ডালপালার সঙ্গে আমার দিকে তেড়ে
আসা আ মরি পরীর নেশা,
রাতের স্বপ্নবিহীন একটি নদীর সঙ্গে সূর্যোদয়ের আগে কিংবা পরে আমরা
নিজেরাই
নিজেদের মাংস খাইÑ করে ঝাল ফ্রাই!
গ্রেনেড নিক্ষেপকারী একটি আকাশের সঙ্গে আমি স্বপ্ন দেখি একটি অপহরণ;
তারপর প্রত্যাবর্তন!
তারপর কি প্রত্যাবর্তন ?
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




