স্বপ্ন পোকার শিৎকার ও কিছু অতিপ্রাকৃত-অনাকাঙ্ক্ষিত কল্পনা,
চমকে উঠি আমি।
কৈ সবতো ঠিক-ই আছে -
পাশে রূপোর গেলাশে হীমশীতল জল,
রাস্তায় অভূক্ত কুকুরের কান্না,
বিছানায় নগ্ন প্রেয়সীর সুঢৌল...
আমার-ই হয়তো ভুল হবে।
আমি ডিম লাইটের আলোয় মাতৃগর্ভের মতন 'ওম'
সৃষ্টি করা ঘরটির দিকে তাকিয়ে আবার এলিয়ে পড়ি-
ক্লান্তি ভরে।
যাচলে, যৌতুক নেওয়া বৌটার মত ঘুমটাও-
ক্রমশ সড়ে যায় দুরে!
আমি উঠে পড়ি আবার (শ্রান্ত এবং ক্লান্ত)
ধোঁয়াটে বুদ্বুদ নরম কার্পেটে পা-টাকে
ঠেলে নিয়ে যাই ড্রয়িং রুমে।
নিজের বৈভবে চমকাই নিজেই।
কুশন-টাকে পাশ বালিশ বানিয়ে
রিমোটে হাতের প্রথম স্পর্শেই ভেসে ওঠে-
শাহরুখ-রানির পুতুপুতু প্রেম,
আর,
আচঁল খঁসে পড়ার-
'লজ্জা'!
রাবিশ।
কোনো একটা চ্যানেল হবে,
হয়তো ১০১ বা ৫০৩,
কিছু বস্তাপঁচা সমাজতন্ত্রের বুলি...
মার্ক্স বা মাও সে তুং...
তবুও তাঁকিয়ে থাকি,
কী আর করা!
হঠা্ৎ আমার বিস্মৃত স্মৃতি আমায় জানান দেয়-
তুমি? তুমি তো এদের-ই একজন,
ভুলে গেছ সব?
ভুলে গেছ 'স্বপ্নপোকা'?
আমি আতঙ্কিত হই,
হিস্টোরিয়া রোগীর মতোর কাঁপতে কাঁপতে
পাল্টাই চ্যানেল।
পর্দায় ভেসে ওঠে নীল ছবি
শেষ দৃশ্য...
ঘাম ভেজা আবেগ...ভাবাবেগ
আর?
আর কিছু স্খলন।
আমার ভেতরেও কি স্খলিত হচ্ছে না প্রতিনিয়তই কোনোকিছু?
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫১