আমি আসলে লেখক নই পাঠক তাও অনিয়মিত।
নাস্তিক আস্তিক নিয়ে মিডিয়াতে এতো মাতামাতি হচ্ছে বলতে পারেন বাধ্য হয়ে লেখক হতে ইচ্ছে করল।
আমার দেশের কোটি কোটি ইসলাম প্রিয় ভাই বোনদের কিছু প্রশ্ন করতে চাই।
১। আপনি কি জানেন আপনার প্রতিবেশী না খেয়ে ঘুমাই কিনা?
২।আপনার হাত এবং মুখ থেকে আপনার প্রতিবেশী কি নিরাপদ ( সে যে ধর্মের লোকই হোকনা কেন)?
৩।আপনার হাতে কি অন্যের সম্পদ নিরাপদ?
এই প্রশ্ন গুলির একটির উত্তরও যদি আপনার কাছে না হয়,তাহলে অনুরোধ নিজেক মুসলমান ভাবা
থেকে বিরত থাকুন,মুসলমান হওয়ার চেষ্টা করুন। মুসলমান শব্দটাকে কুলষিত করবেননা প্লিজ।
মহান আল্লাহপাক আমাদের মুসলমান হওয়ার তউফিক দান করুক।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




