somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমাকে আমি খুঁজি আমাতে / খোঁজা খুঁজি পারছিনা থামাতে। আয়নার কাছে আমি যায়না/ আমাকে খুঁজে আমি পাই না

আমার পরিসংখ্যান

ইকরাম উল হক
quote icon
আসে পাশে থাকবো / লিখে অনু কাব্য।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ভালো করে ভেবে দেখ

লিখেছেন ইকরাম উল হক, ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৩:২২

খাল কেটে
কুমির আনা,
বন কেটে
কারখানা।

দুটিরই তো
মানে এক,
ভালো করে
ভেবে দেখ।

বাতাসেতে
কার্বন
হলে, খুশি
কার মন।

বানা এক
টক শো,
নিয়ে পাখি
মৎস।

লাভ ক্ষতি
ষোলা আনা,
হবে কার
তা জানা । বাকিটুকু পড়ুন

৪৫ টি মন্তব্য      ৩৪৯ বার পঠিত     like!

লাল শিরোনাম হোক

লিখেছেন ইকরাম উল হক, ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৯



ডাব প্যান্টিন হেডএন্ডশোল্ডার
সানসিল্ক সহ আরো,
যে ক্রিমটা ইউজ করছো
ফর্সা হতে ঘাড়ো।

মনের সুখে মাখছো মুখে
এতটা দিন ধরে,
সব গুলোরই কারাখানা ঐ
চকবাজারের মোড়ে।

সব জেনেও চুপ কেন রয়
বিএসটিআইর লোক
এই খবরটা কাল দৈনিকের
লাল শিরোনাম হোক। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৫৪ বার পঠিত     like!

আস্থা

লিখেছেন ইকরাম উল হক, ০৩ রা জুলাই, ২০১৬ ভোর ৬:১৫

জনতার আস্থা নেই আর
সাংবাদিকে,
শুনছি কিসব
দিকে দিকে !
ওরা নাকি ভরছে পকেট
উল্টো লিখে,
নইলে জীবন তাদের
হচ্ছে ফিকে।

জনতার আস্থা নেই আর
র‌্যাব পুলিশে,
লোক ভালো যে,
খাই গুলি সে।
যে সাজছে বাদী, ঘটনার
সব মূলই সে,
এসব বলে ফাঁশবে নাকি,
ইকরাম ফুলিশে! বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১৩৮ বার পঠিত     like!

সময় সংকটের

লিখেছেন ইকরাম উল হক, ০২ রা জুলাই, ২০১৬ সকাল ৮:২২

কাটছে সময় ফের,
ভীষণ আতঙ্কের ।

দেশজুড়ে আজ
দশ ভাবনা ,
কী হবে আর
কি হবেনা ।

পাচ্ছ কি কেউ টের ?
সময় সংকটের। বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১১৫ বার পঠিত     like!

ঘুম আসে কী খেলে?

লিখেছেন ইকরাম উল হক, ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫৪

ছড়া কাটি সকালে
ছড়া কাটি বিকেলে,
ঘুম নাই দু চোখে
ঘুম আসে কী খেলে?

ছন্দকে মেলাতে
চিন্তাকে মেলে দি,
দিন কাটে লিখে তবু
কিছু লেখা ফেলে দি।

কিছু লেখা ছাপানো
বড় বেশি মুশকিল,
ছড়াকার প্রকাশক
দো'ন খাই ঘুষি কিল ।

জেগে থেকে লাভ কি
হাতকড়া শিকলে,
ঘুম চাই দু চোখে
ঘুম আসে কী খেলে? বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     like!

হাতে নাতে ধর

লিখেছেন ইকরাম উল হক, ২৬ শে জুন, ২০১৬ দুপুর ২:৩৫

সব জায়গাতেই ধান্দাবাজি
সব জায়গাতেই ঝুট,
সুযোগ পেলেই কারসাজি আর
সুযোগ পেলেই লুট।

কেউ করছে ছোট খাট
কেউ করছে বড়,
ও জনগণ ও জনগণ
হাতে নাতে ধর।
বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৪ বার পঠিত     like!

আজ শুধু কাজ হবে

লিখেছেন ইকরাম উল হক, ২৬ শে জুন, ২০১৬ দুপুর ১২:৪৭





পিঁপড়ারা ব্যস্ত
দল বেঁধে যায়,
আজ শুধু কাজ হবে
কোন কথা নাই।

কাজ শেষে আড্ডাটা
হবে প্রাণ খুলে,
জমা করা খাদ্য
খাবে তুলে তুলে। বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১১১ বার পঠিত     like!

চুপ থাকি চুপ থাক

লিখেছেন ইকরাম উল হক, ২৩ শে জুন, ২০১৬ দুপুর ১২:১৫



চুপ থাকি চুপ থাক
চুপ থাকা ভালো ,
মুখ খুলে লাভ কি?
মুখ করে কালো

হাসি হাসি ভাব নিয়ে
এই আছি বেশ,
মুখ খুলে হাসিটাকে
করনাকো শেষ।

রাগ এলে রাগটাকে
রাখো নিচে তলিয়ে,
শুধু শুধু লাভ কি
নাকটাকে গলিয়ে।

দেখেও না দেখার
ভান কর চর্চা,
বেঁচে যাবে বেঁচে যাবে
বাড়তি খরচা। বাকিটুকু পড়ুন

১৫ টি মন্তব্য      ১০০৩ বার পঠিত     like!

এই বৃষ্টি ভেজা রাতটা যেন জনম জনম রয়

লিখেছেন ইকরাম উল হক, ০২ রা জুন, ২০১৬ রাত ৯:১৫




এই বৃষ্টি ভেজা রাতটা যেন
জনম জনম রয়,
আর কোনদিন এই পারাতে
ভোর যেন না হয়।

তোমার হাতে হাতটা রেখে
বৃষ্টি হওয়ায় দৃষ্টি রেখে
করবো তোমায় জয়।
কানায় কানায় না পাওয়াকে
অপুর্নতা কয়।

গন্ধরাজের গন্ধ এসে,
তন্দ্রা ছাড়া মুচকি হেসে
যদি কর ক্ষণটা মধুময়।
এই বৃষ্টি ভেজা রাতটা যেন
জনম জনম রয়।
বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২৩৩ বার পঠিত     like!

এসো এসো হিসেব কষি

লিখেছেন ইকরাম উল হক, ২৮ শে মে, ২০১৬ রাত ১০:৫৬

এসো এসো হিসেব কষি
আমার দেশে ফুটলে বোমা
লাভটা যে কার বেশি
আহা বন্ধু প্রতিবেশী।

আমার দেশের দোকান গুলো
কাদের পন্যে ভরা,
কেন আমাদেরটার মান ভালোনা?
তাদেরটা মনকরা।

আমার দেশের পেক্ষা গৃহে
তাদেরই রঙ ঢং,
অযত্নে আর অবহেলায়
এফ ডি সিতে জং।

শহীদ মিনার জাগ্রত না
পাচ্ছে ভীষন ঘুম,
চুপ থেকো মূখ খুললে তুমিও
হয়ে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৪০ বার পঠিত     like!

ইহা একটি ছবি কবিতা

লিখেছেন ইকরাম উল হক, ২৮ শে মে, ২০১৬ বিকাল ৩:২৬
২০ টি মন্তব্য      ৩৭২ বার পঠিত     like!

হ্যাশ ট্যাগ বাংলাদেশ

লিখেছেন ইকরাম উল হক, ২৩ শে মে, ২০১৬ দুপুর ২:২৮

দল কিন্তু দুইটা।
এক, বাংলাদেশ ভুক্তভুগী
দুই, বাংলাদেশ সুবিদাভুগী

অঙ্কটা খুব সোজা।
চুপ থাকলে সেলিব্রেটি
মুখ খুললে সাইকো রুগী বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১৮১ বার পঠিত     like!

অবস্থাটা করুণ

লিখেছেন ইকরাম উল হক, ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ২:৫৭

রক্ত এসে ভাসছে পথে
শুনতে কি পাও আর্তনাদ
সমাধানের পথ খোজনা
কিসের এমন পক্ষপাত

শিল্পীরা আজ কোথায় গেলে
দেশের গান যে করছো না
কবিরা সব ঘুমাও নাকি
কলম কেন ধরছো না

মরলে ঠিকই লাশটা তো যায়
শহীদমিনার চত্তরে
তবে সত্য কথা বলতে কেন
বুকটা কাপে ধক করে

বোঝে পাগলোতো নিজের ভাল
আমরা কেন বুঝছিনা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!

খোকা আর টিকটিকি

লিখেছেন ইকরাম উল হক, ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৭

টিকটিকিরে টিকটিকি
একলা বসে ভাবছ কি?
তুমিতো খাও মশামাছি
ওসব এখন পাচ্ছ কি?

ঘর করেছ পরিষ্কার
প্রতি কোনায় কোনায়
এখন ওসব কোথায় পাব
ভাবছি বসে তাই
দাওনা এনে তোমার খাবার
একটু করে খায়

আমার খাবার তোমায় দেব
কিন্তু একটা সর্তে
টিক টিকি টিক গান শোনাবে
সকাল বিকাল দু অক্তে

বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬৩ বার পঠিত     like!

সত্যি বলি

লিখেছেন ইকরাম উল হক, ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৮

এমন চাঁদে চোখ রেখে কেউ

মিথ্যা বলেনা,

চাঁদটা দেখ, তোমায় দেখ,

অমিল পাবেনা ।

বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২২ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১১৭৩৮ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ