ফায়ারপ্লেসের ধারে প্রার্থণাস্নিগ্ধ রাত

লিখেছেন ফরিদ সুমন, ১৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৬

আজকাল বড় দ্রুত পূর্ণিমা আসছে
একটার পর একটা, গায়ে গায়ে লেগে যাচ্ছে
জরা-ব্যাধি-মৃত্যুর মতো শ’য়ে শ’য়ে রাত
মিছিলে মুখর হচ্ছে শোকের সেতার।

তুমি চাইলে বুলবুল পাখিটাকে গলা টিপে হত্যা করতে পারো
অথবা খুলে দিতে পারো স্ফটিক আকাশ। সেই বুলবুল, যে কীনা
তোমাকে; হিম হয়ে যাওয়া জনপদের আঁধারে
অপেক্ষায় থাকা প্রেমিক এবং হত্যাকারী সবাইকে- সমানে
ভালোবেসেছিলো।

তোমার ঘরের ছাদে সেঁটে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১০৬ বার পঠিত     like!