পাপের শেষ অথবা কৃতকর্মে অশূভ ফলে -
কয়লা হলে পরে' সেখান থেকে কি হীরা পাওয়া যায়?
খোদা জানতে ইচ্ছে করে!
মানুষ নই' মনহুস হয়ে বলছি-
আমি জানি ক্ষমার শরীর তোমার!
অনেক বড়মাপের মানুষও হুষ হারিয়ে'
দীশা খুজে পেয়েছিল!
তুমি দিয়েছ বলে,
অতটা চাই না যতটার ভার সইতে না পারি!
ততটা দাও' তোমায় যাতে ভুলতে না পারি,
সকলের সমর্পণ এক হয় কি?
কতটা হারিয়ে দেউলীয়া হওয়া যায়'
কতটা পেয়ে আউলিয়া হওয়া যায়!
সবই তোমার হাতে..
একেক ভূমিকায় রূপ পাল্টে তো-
তুমিই অভিনয় করিয়ে নিচ্ছো!
অভিনয়টায় কাঁচা বলে'
সাইট বেঞ্চে তো অনেক বসিয়ে রাখলে!
কখনো বিদ্রোহ করে কিন্তু জ্বালাও পোড়াও করিনি!
শুধু নিজেকে ভুলে থাকতে চেয়েছি,
তোমায় ভুলতে চাইনি!
শুধু ডাকতে জানিনি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


