ব্লগের বন্ধু ও বান্ধবীরা
আপনাদের সবাইকে ছালাম , আদাব ও শুভেচ্ছা। অনেক দিন পর আপনাদের সাথে দেখা ও কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। বেশ দিন থেকে আমি ব্লগে বসিনি, বসার মানসিকতাও ছিল না। নানা ব্যস্থতা, সাংবাদিকতার ঝামেলা সব মিলিয়ে অসম্ভব ব্যস্ত ছিলাম। আজ হঠাৎ ব্লগ টিম থেকে আমার ই-মেলে একটি মেচেজ পাঠানো হয়েছে দেখে ব্লগে বসেছি। সেজন্য ব্লগটিমকে শুভেচ্ছা।
বন্ধুরা, ব্লগে ভাল লাগে, সুন্দর কমেন্ট দেখলে, মন্তব্য করতে ইচ্ছে হয় উৎসাহের জন্য। তাছাড়া অনেক অজানা তথ্যও জানা যায় ব্লগের মাধ্যমে। কিন্তু ব্লগে অসাশালিনতামূলক কিছু মন্তব্য বা লেখা দেখলে সত্যি খুব খারাপ লাগে। নিশ্চয় আমার সাথে একমত হবেন ব্লগের অধিকাংশ বন্ধু-বান্ধবীরা। সে যাকগে অনেক কথা হলো, আবারও কথা হবে। পরিশেষে সবাইকে আগাম মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। কারণ রোজা মানুষকে সংযম শিক্ষা দেয়। তাছাড়া রোজা সকল ধর্মের মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়। ৭দিন পরেই রোজা রাখবো। আল্লাহ যেন সবাইকে রোজা রাখার তাওফিক দান করেন, আমিন!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




