সমকালিন কবিতা
এখন কে হিন্দু কে মুসলিম-খ্রীষ্টান
ভেদাবেদ নাহি করো
একই স্রষ্টার সৃষ্টি বলে
পরস্পরের হাত ধরো।
বিভেদের ভেড়া পায়েতে মলে
বিজয়ের গান গাও
সকল বিপদ তুচ্ছ করে
সম্মুখ পানে যাও।
বল,আমরা মানুষ
খোদার অমর সৃষ্টি
তুচ্ছ জাতের ভেদাবেদে নয়
বিশাল মোদের দৃষ্টি।
মৌত্রির মহা বন্ধনে মোরা
বিশ্ব করিব জয়
মোদের ঐক্যে হার মানিবে
বন্যা, খরা,ভয়। বাকিটুকু পড়ুন