আর কত??বৃত্তের বাইরে যাবার দুর্বার ইচ্ছা নিয়ে প্রতিবার কেন্দ্রে ছিটকে পড়া...স্বপ্নভঙ্গের পরিচিত স্বাদ..অলস বন্ধ্যা সময়........
পালিয়ে যেতে গিয়েও বারবার ধরা পড়ে যাই নিজের ছায়ার পরিসীমায়...হেডফোনে অর্ণব গেয়ে চলেছে....."অবাক দুই চোখে ছায়া কাঁপে ভয়ে ,অভিমানে......."....গানটা শুনে আবারও গুরুর এক্টা গানের কথা মনে পড়ে...মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা...... অর্নবের গানটার সাথে মনের অবস্থাটা মিলে যাওয়ায় লাইন্টা মনে পড়ল।
ঘোরলাগা সময় অথবা বিবর্ণ আমি............কে বেশি বিড়ম্বিত?? প্রশ্নটা অনেক্ষন ধরে ঘুরছে মাথায়.............................................................................................
........................................................জানি না............
ঘুম আসছে।এবার ঘুমাব।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১০ রাত ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




