কালি শূন্য কলম

লিখেছেন গোলাম মোর্তুজা ইবনে আজিজ, ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৪

নিজেকে কালি শুন্য কলম মনে হয়।
কেউ সেই কলমটিকে কিছুক্ষণ সাদা কাগজে ঘষে
ব্যর্থ হয়ে, না লিখতে পেরে ফেলে দিবে।
কালিহীন কলমের মূল্য কেউ কী দেয় !
সব্বাই তাকে ফেলে দেয়!
হয়তো সেই কলম একদিন একটি কবিতা লিখেছিল!
লিখেছিল গল্প, উপন্যাস, নাটক!
তাই বলে যাদুঘরে রাখবে নাকি কলমটিকে! হ্যা!
ভরা কলমগুলোরও কালি ফুরাবে একদিন।
ফুরিয়ে যাব আমি, তুমিও! বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০৪ বার পঠিত     like!