মৃত্যু পর

আমি কতদিন স্পর্শ করি না
বৃষ্টিতে ভেজা কদমফুল
কতদিন ধীরগতিতে পা ফেলি না
বৃষ্টিতে ভেজা মেঠোপথে
দেখিনি শিশির ভেজা ঘাস
কাশফুলের নরম গাঁ ছুঁয়ে ভেসে আসা
বাতাস আমার গাঁ স্পর্শ করে না
মাতাল করা রাতের রজনীগন্ধার
সুভাসে সুভাসিত হই না
এই সব ছিল একদিন
যা বহুকালের অতিথ
যা আমার স্পর্শজগতে ছিল
সেই স্পর্শজগতের মাটিতে
মিশে আছে আমার তনু
আমার আঁখিজোড়া
আমার হৃদয়
আজ... বাকিটুকু পড়ুন












