Committed to change through empowering the rural poor RDRS Bangladesh is a national humanitarian and development NGO operating since 1972 in association with LWF/DWS Geneva and its Related Agencies.
RDRS বাংলাদেশ ওয়েব সাইটে এই কথা গুলো সুন্দরভাবে লেখা। কোন সন্দেহ নেই RDRS কেবল বাংলাদেশ নয় সমগ্র বিশ্বে বাংলাদেশকে সুনামের সাথে উপস্থাপন করেছ। আর এ এনজিওটি তাই বাংলাদেশী সকার / বেকার সকলের জন্য এক অনন্য নাম। চাকুরীর কোন ঘোষনা এ প্রতিষ্ঠান থেকে এলে সবাই সমান উৎসাহে এগিয়ে যায়।
RDRS বাংলাদেশ অবশ্য অন্য এনজিও থেকে একটু আলাদা। এরা পপ্রতিটি নিয়োগের আবেদনের বিপরিতে ১০০ টাকার ব্যাংক ড্রাফট দাবী করে যেখানে অন্য কোন এনজিও এটা করে না। গত কয়েকিদন আগে এমনি একটি বিজ্ঞাপন প্রকাশ করে RDRS বাংলাদেশ। প্রকল্প SDLG এর জন্য বিভ্ভিন্ন পদের জনশক্তি নিয়োগের ঘোষনা করে RDRS বাংলাদেশ।
প্রার্থীরা নিয়োগ পরীক্ষার আমন্ত্রন পাবেন এটা স্বাভাবিক। পেয়েছেন ও ..
From RDRS
2012-01-21
05: 11 PM
In Response for thr post of Program Officer (SDLG Project) Interview will be held on 22nd January 2012(sunday) at 10 AM in RDRS Radhaballav, Rangpur. Please bring all original Certifates with you.
লেখা SMS এর মাধ্যেম। মজার ব্যাপার এটা পাঠানো হেলা ২১ জানুয়ারী বিকেল ৪টা ১১ তে আর পরীক্ষা ২২ জানুয়ারী সকাল ১০টা !! !
বেশ মজার তাই না। বেকার ও সকার সবার জন্যই। কারন যারা রংপুর বা তার আশপাশের কেবল তারাই অংশনিতে পারবে। অন্যরা ....... তাদের কথা নাই বা ভাবলেন।
আমার তথ্য দাতা ভাই যেখানে অবস্থান করেন সেখান থেকে রংপুর পুরো ১৩/১৪ ঘন্টার জার্নি তাও কোন সময় নষ্ট না করে একটার পরএকটা গাড়ী বদল করলে।
-কোন ইন্টারভিউ কার্ড পাওনি ? --- জিজ্ঞেস করেছিলাম। না তা পায়নি।
এবার বলুন এটা কোন ধরনের রসিকতা... বেকারত্বের উপহাস নাকী চাকুরী খোঁজের প্রতিবন্ধকথা!!
আপনারা কি বলেন???
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




