সব জায়গায় অসহনশীলতা। কি পাবো সেটা না ভেবে কি পাবো না তা নিয়ে চিৎকার। "আমিতেই" সীমাবদ্ধ সব কিছু, কিছুই হবে না যতদিন "আমরা" তে না আসব। "আমি কি হনুরে"-হবে না, হতে হবে আমরা কি হনুরে। নিজেকে কারো স্বার্থসিদ্ধির হাতিয়ার করছি নাতো? সাধু সাবধান।
নবী করীম হযরত মুহাম্মাদ (সাঃ) তাঁর বিদায় হজ্জের ভাষণে বলেছিলেনঃ
"ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। এতদ্বিষয়ে সীমা লঙ্ঘনের কারণে তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হয়ে গেছে। মনে রেখো! তোমাদের সবাইকেই আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। তাঁর কাছে এসব কথার জবাবদিহি করতে হবে। সাবধান, তোমরা আমার পরে পথভ্রষ্ট হয়ে যেয়ো না, খোদাদ্রোহী হয়ে পরস্পরে রক্তপাতে লিপ্ত হয়ো না।" সুত্র- wikipedia.org
এখানে দুই পক্ষের জন্যই রয়েছে বিশেষ নির্দেশনা। তাই আসুন সবাই সহনশীল হই এবং ধৈর্য ধারন করি। নজর দেই মানব সেবায় তাতেই মনে হয় আল্লাহ্ পাক সবচে খুশি হবেন বলে আমার বিশ্বাস। মনে রাখবেন দেশ বাঁচলে আমরা বাচব-আসুন মাকে রক্ষা করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




