অনেক আগে গানই শুনতাম না । মেট্টিক পরিক্ষার আগে আগে পাশের বাসার ছোট ভাই অলি একটা ওয়াকমেন না কি জানি বলে ছোট রেডুর মত(নামটাই জানিনা
তো একদিন টিভি দেখতেছি রাতে তখন Aktel জেগে আছো কি শিরনামে মিউজিক অনুস্টান দেখছি । এমন সময় নওসিন বল্ল হৃদয় খানের "বলনা" প্লে করবে with মিউজিক ভিডিও । এর আগে কিন্তু HKর "চাইনা মে তুমি...' এই গানটা শুইনা পুরাই বিলা হৈয়া গেছিলাম । তো যাই হোক বলনার মিউজিক ভিডিওতে দেখলাম HKর স্টুডিও । একা একাই ৭জনের কাজ করতেছে । মানে প্রযুক্তির ব্যাবহার । পরে জানতে পারছি হাবিব বালাম রুমি এরাও প্রযুক্তি ব্যাবহার করে কিন্তু HKর মত আর কারো গান
এখনো শুনিনা । HKর মত শুনিনা বল্লে ভুল হবে কারন কারো গানই শুনিনা । আমার ফোন সেটে বাংলা গান বলতে HK আর কিছু দেশাত্ববোধক রক, আর english । HKর সব গান এখন আমার কালেকশানে আছে ।
এবার গান দিয়ে একটা বিশ্লেষণ করি ।
শফিক তুহিন একটা গানে বলছিল এর বেশি ভাল বাসা যায় না । প্রাণ পাখি ময়না ।খুব বিরক্তি কর একটা কথা ।
আর এদিকে HKর নতুন এলবাম Hridoy mix3 র একক একটা গানে বলছে
যতটা ভাল তারো বেশি বাসতে ভাল যে চাই ।
আমার মনে হয় ভালবাসার সীমা নাই
তাই সব দিক থেকেই Hridoy ............
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




