কিছু দিন আগে airtel কাস্টমার কেয়ারে গেছিলাম Sim রিপ্লেস করতে ।
সুন্দর দেখতে এক আপুর কাছে আমার ডাক পরল । গেলাম । আপুর রূপ এবং ব্যাবহার আমাকে মন্ত্রমুগ্ধ করল । মুলত সব কিছু মিলিয়েই আমি তার প্রেমে পড়ে গেলাম ।
আমার সিম তুলা শেষ এখন আমি চলে আসব । ভাবলাম একটু প্রশংসা করি । যতই হোক প্রেমেতো পড়েছি ।
বল্লাম "আপু আপনার হাতের লিখা অনেক সুন্দর"
জবাবে তিনি মুচকি হেসে বল্লেন "আপনি মিথ্যে কথা বলছেন"
তার মুচকি হাসি আমার সাহস আরো বাড়িয়ে দিলো । এবার বল্লাম "সত্যি বলছি আপনার মতই সুন্দর আপনার হাতের লেখা"
বিধী বাম মুচকি হাসি কই যে গেল । এই কথাটা বলার পর যদি আমাকে অপমাণ করত তবে নিজেকে একটু নিরপরাধী ভাবতে পারতাম । এখন পরিতাপ করতেছে কেন এই কথা বলতে গেলাম কেন? কেন? কেন ?
তাই সিদ্ধান্ত নিলাম আর কখনই সল্প পরিচিত আপুদের রূপের প্রশংসা এই জীবনে আর করব না ।
এর চেয়েও বড় কথা আপু আমি আপনার কাছে এই পোষ্টের মাধ্যমে লিখিত ভাবে ক্ষমা চাচ্ছি । আমাকে ক্ষমা করুন । আমার কি দোষ বলেন মন যদি........................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




