আজকের একটি বহুল প্রচারিত(?) পত্রিকায় দেখলাম স্বঘোষিত নাস্তিক বলে যেসব ব্লগারের নাম বা ছদ্মনাম উল্লেখ করেছে সেখানে বিখ্যাত বিখ্যাত সব ব্লগাররের সাথে আলতামাশ নামটার দিকে এই আলতামাশ সাহেবই সবার দৃষ্টি আকর্ষণ করেন এই পোষ্টটার মাধ্যমে আমি তখন থেকেই তার পোষ্ট গুলো ঘুড়ে দেখা শুরু করলাম । এবং যেটা বুঝলাম তিনি একজন ইসলামি জ্ঞান সমৃদ্ধ লোক এবং পবিত্র ধর্ম ইসলাম নিয়ে ভন্ডামি সঝ্য করেন না । যার কারনে তার শত্রু জামাতি এবং কয়েক প্রকৃতির ভন্ড পীরের মুরিদ । ।
তার কোন লেখায় আমি পবিত্র ধর্ম ইসলামের অবমাননা দেখি নাই ।
বরং একটা অতি অতি অতি গুরুত্বপূর্ণ তথ্য পেলাম এই পোষ্টটার মাধ্যমে যেখানে তিনি বেশ কিছু সত্য কথা তুলে ধরেছেন তার অন্যান্য পোস্টের মতই নিজের দায়বদ্ধতা থেকে । যেখানে উক্ত পত্রিকার বেশ কিছু তথ্য দেয়া আছে যেগুলো কওমি নির্ভর । এবং শুক্রবার ঘটে যাওয়া ঘটনার কিছু অসাদু পরিকল্পনা ।
এখন আমার কথা হচ্ছে ইসলাম ধর্ম নিয়ে লিখেও এই লোক কিভাবে স্বঘোষিত নাস্তিক হয় ?
নাকি জামাত শিবিরের বিরোধিতা করলেই নাস্তিক হয় ?
এই সব প্রশ্নর উত্তর কে দেবে আমাদের ?
উক্ত পত্রিকা যেই ফিতনার প্লান করে টোপ ফেলেছে তা তারা কি সম্ভব করে নাই ? অবস্যই সম্ভব করেছে ।
তাই ধর্ম নিয়ে প্রমান ছাড়া এই ধরনের উষ্কানি মুলক কর্ম কান্ডের বিরুদ্ধে কি কোন গন মাদ্ধম পারে না কিছু করতে ? সময়টা এখন আমাদের কাছে ৭১ , এই সময়ে বেঈমান যেমন থাকবে তেমন বঙ্গবন্ধুরে আদর্শের লোকও থাকবে এটাই সাভাবিক ।
আন্দলন চলছে চলবে
জয় বাংলা ।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




