হবি পূরন করিতে, রংপুর গিয়া কুড়িগ্রামের কুড়ি টাকা দিয়া লালমনিরহাটের লাল ও নীলফামারীর নীল রং কিনিয়া পঞ্চগড়ের পাঁচ টাকায় গাইবান্ধার গাইয়ের দুগ্ব পান করিয়া লক্ষ্মী হওয়ার আশায় লক্ষ্মীপুর যাত্রাকালে, বান্দরবানের কতিপয় বান্দর আমাকে কিলাইয়া ঘুষাইয়া সাতীরায় প্রেরন করে ।সাতীরার হাসপাতালে সাত দিন থাকিয়া সুস্থ হইয়া বাড়ি ফিরিয়াছি । দোয়া করিবেন যেন ভবিষ্যতে জয়পুরহাট গিয়া শেরপুরের শের ও ময়মনসিংহের সিংহকে পরাস্থ করিয়া জয়লাভ করিতে পারি ।[/সাইজ] (ক্লোজআপহাসি)
"সংগ্রহীত"
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৩:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



