মন মেজাজ ভালো না।যা যা কিছু করার কথা তা তা কিছু করা হয় না। অন্য অনেক কিছু হয়। যেইসব হওয়ার কথা না। আরো বড় সমস্যা আছে, যা কিছু হলো তাও মনে থাকে না। খালি আবছা একটা ধারণা থাকে - কি যেন হয়েছিল, এইরকম। যেহেতু, আজকেও কালকের মত, কালকেও আজকের মত এবং পরশুও ..তার আগে এবং তারপরে। তাই সব কিছু সরল রেখার মতই তো, নাকি? নাও হতে পারে। অনেক খালি খালি থাকি, আর যা লিখতে চাই তা ভাবতে পারি না। অথবা যা ভাবি তা লিখি না, কারণ তখন তো কলম থাকে না। থাকলেও বাসে থাকি, অথবা ঘুম আসে ইত্যাদি। তাই...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




