বুধুরাম খুব অগোছলো হয় পড়েছ। যেমন এই বাড়িতে (খেলাঘর) মাথা পিছু ফোন একের বেশি। তার ওপোর ব্রড ব্যাণ্ড। অথচ মনের কথা/ইচ্ছে/মতামত পরিষ্কার করে আরেকজনকে জানানো হয় ওঠে না। শোনা/বলার সময় নেই নাকি! নিজের সাথে জানপহেচান হয়ে ওঠেনা সময়াভাবে।
গুছিয়ে কথা অন্যকে জানানো, সহজ করে বলা, সবার সহজাত ক্ষমতা নয়; কখ তার প্রমান। নিজেকে আর কাছের মানুষদের জানাবোঝা যে জরুরি এবং তার জন্য সচেষ্ট হতে হয়; এটা সবার জানার মধ্যেই পড়ে। চেষ্টাটা অভ্যাসে আনতে পারে নি বুধুরাম।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




