
একদেশে ছিলো এক বড়লোক ব্যাবসায়ী। তার মাসে কোটি কোটি টাকা ইনকাম। সেই ব্যাবসায়ীর ছিলো এক ছেলে ও এক স্ত্রী। কোন এক দুষ্ট ম্যানেজার সেই ব্যাবসায়ী ও তার স্ত্রী কে খুন করে। তখন নায়ক ছিলো পিচ্ছি। ভাগ্য ক্রমে নায়ক বেচে যায়। এবং নায়ক কবর ছুয়ে বলে “এই হত্যার প্রতিশোধ সে নিবেই।
নায়ক বড় হয়। সে এক কম্পনিকে ফ্যাক্টরি তে শ্রমিক হিসেবে কাজ পায়। সেই ফ্যাক্টরি মালিকের সাথে নায়কের প্রেম হয়। এই খবর পেয়ে ফ্যাক্টরির মালিক চৌধুরি সাহেব খুব রেগে যায়। এবং নায়ক কে বলে কত টাকা পেলে তার মেয়ে কে সে ভুলে যাবে? নায়ক জবাবে বলে “সে গরিব হতে পারে কিন্তু লোভী না। তার ভালোবাসা খুব পবিত্র।”
এই ফাকে সেই দুষ্টু ম্যানেজারের ছেলে নাইকা কে কিডন্যাপ করে। এই খব শুনে নায়ক ভিলেন কে পিটায়। ফাইট শেষে পুলিশ আছে। ফিল্মের শেষে জানতে পারে নায়ক বড়লোক। নায়ক তার হারানো সম্পত্তি ফিরে পায়। এবং নাইকা কে বিয়ে করে।
আমাদের দেশের ফিল্মের ঘটনা গুলা এমনই। এখন আমাদের দেশে ফিল্মের কিছু কিছু টেইলারে দেখি নায়ক গাজ্ঞা খায়, বন্দুকের বাহাদুরি দেখায়, গ্যাং স্টারের রাজা ইত্যাদি ইত্যাদি।
এসব সিনেমা থেকে ঐ চৌধুরি সাহেব মার্কা ফিল্ম অনেক ভালো।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২২ সকাল ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




